অনলাইন ডেস্কঃ বাড়ি থেকে পালিয়ে জঙ্গিবাদে জড়ানোর বেশ
কয়েকটি ঘটনা প্রকাশ্যে আসার পর দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে দশ দিনের বেশি
অনুপস্থিত শিক্ষার্থীদের তালিকা চেয়েছে সরকার।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে এক সভায় এই সিদ্ধান্ত হয়। পরে শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে একটি অফিস আদেশও জারি করে।
ওই আদেশে বলা হয়, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে
টানা দশ দিনের বেশি শিক্ষার্থী অনুপস্থিত থাকলে তার তালিকা করে সংশ্লিষ্ট
শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে জমা দিতে
হবে।
গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান
বেকারিতে জঙ্গি হামলার পর কমান্ডো অভিযানে নিহত ছয়জনের মধ্যে পাঁচজনের ছবি
আইএস প্রকাশ করেছিল, যারা সবাই গত কয়েক মাস নিখোঁজ ছিলেন বা পরিবারের
যোগাযোগের বাইরে ছিলেন বলে স্বজনরা জানিয়েছেন।
এরপর ঈদের দিন শোলাকিয়ায় সন্ত্রাসী হামলার
ঘটনায় পুলিশের গুলিতে নিহত আবির রহমানও গত মার্চ থেকে নিখোঁজ ছিলেন বলে
পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়।
এই ছয়জনের মধ্যে চারজনই বিভিন্ন ব্যয়বহুল
ইংরেজি মাধ্যমের স্কুলে লেখাপড়া করেছেন। তাদের দুজন ঢাকার নামি বেসরকারি
বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র ছিলেন, একজন ছিলেন ব্র্যাক
বিশ্ববিদ্যালয়ে।
সাম্প্রতিক সময়ে উচ্চবিত্ত পরিবারের বহু
ছেলে এভাবে বাড়ি ছেড়ে জঙ্গিবাদে ঝুঁকছে বলে ইতোমধ্যে অভিভাবকদের সতর্ক
করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ বিষয়ে অভিভাবকদের
তথ্য দিতে অনুরোধ করেছেন।
ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার অন্তত ৭৭ জন
তরুণ-যুবক দীর্ঘদিন ধরে ‘নিখোঁজ’ আছেন বলে জানতে পেরেছে আইনশৃঙ্খলা
রক্ষাকারী বাহিনী। ওই তরুণদের বেশির ভাগই ধনাঢ্য পরিবারের সন্তান। তাদের
বেশিরভাগই ইংরেজি মাধ্যমে পড়াশুনা করে অভিজাত বেসরকারি বিশ্ববিদ্যালয়ে
পড়াশুনা করছিলেন।
এরা জঙ্গিবাদে দীক্ষা নিয়েছে বলে আশঙ্কা করছে নিরাপত্তা বাহিনী। ফলে তাদের নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে।