কুলাউড়ার মিলি প্লাজার র‌্যাফেল ড্র; ১ম পুরস্কার বিজয়ীর কূপন নং (সি-৩৬৯১৪)

কুলাউড়ার মিলি প্লাজার র‌্যাফেল ড্র; ১ম পুরস্কার বিজয়ীর কূপন নং (সি-৩৬৯১৪)
স্টাফ রিপোর্টারঃ কুলাউড়ার সর্ববৃহৎ শপিংমল মিলি প্লাজার পণ্য ক্রয়ের উপর বিশেষ লটারীর “র‌্যাফেল ড্র” ও পুরস্কার ১৬ জুলাই শনিবার দুপুরে মার্কেটে অনুষ্ঠিত হয়। র‌্যাফেল ড্র কমিটির সাধারণ সম্পাদক রেহান আহমদের পরিচালনায় এবং র‌্যাফেল ড্র কমিটির সভাপতি ও কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিরি যুগ্ম সম্পাদক আব্দুল হান্নানের সভাপতিত্বে র‌্যাফেল ড্র অনুষ্ঠানের উদ্বোধন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগম।
কুলাউড়ার মিলি প্লাজার র‌্যাফেল ড্র; ১ম পুরস্কার বিজয়ীর কূপন নং (সি-৩৬৯১৪)

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শামছুদ্দোহা পিপিএম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াছমিন, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ বদরুজ্জামান সজল, সাধারণ সম্পাদক জাফর আহমদ গিলমান, দপ্তর সম্পাদক নেছার আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল বারী সুহেল, মিলি প্লাজার ব্যবস্থাপক নাসের হায়দার, ব্যবসায়ী কল্যাণ সমিরি ওয়ার্ড সম্পাদক সফিকুল ইসলাম জাহেদ প্রমুখ। এসময় কুলাউড়া ব্যবসায়ী সমিতির বিভিন্ন ওয়ার্ডের সম্পাদক, সদস্যসহ সর্বস্থরের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

র‌্যাফেল ড্রতে ১ম পুরস্কার ১টি ১০০ সিসি মোটর সাইকেল বিজয়ী হন জুড়ি উপজেলার জায়ফর নগর ইউনিয়নের শাহপুর গ্রামের মোঃ রুহেল আহমদ, যার কূপন নং (সি-৩৬৯১৪)। ২য় পুরস্কার ১টি ফ্রিজ বিজয়ী হন কুলাউড়া দক্ষিণবাজার ৫নং ওয়ার্ড এলাকার তোফাজ্জল হোসেন টিপু, কূপন নং- ১৯৮৫৪। ৩য় পুরস্কার ১টি এলসিডি টিভি বিজয়ী হন কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের রায়গ্রাম এলাকার কামাল হোসেন, কূপন নং- ৪৪২০৪। ৪র্থ পুরস্কার ১টি ডিনার সেট বিজয়ী হন একই ইউনিয়নের মিঠুপুর এলাকার জাকির হোসেন কূপন নং-২২৫৮৬। এবং ৫ম পুরস্কার ১টি টেবিল ফ্যান বিজয়ী হন ব্রাহ্মণবাজার ইউনিয়নের হিংগাজিয়া এলাপুরের আব্দুল মতলিব, কূপন নং- ৪৫৮৭২।
কুলাউড়ার মিলি প্লাজার র‌্যাফেল ড্র; ১ম পুরস্কার বিজয়ীর কূপন নং (সি-৩৬৯১৪)

এছাড়াও বিশেষ পুরস্কার আকর্ষনীয় ২০টি মোবাইল ফোন সেট যারা বিজয়ী হন তাদের কূপন নং যথাক্রমে-৫৪৪৫৩, ১৬১৬৭, ১৫৫৯৩, ৩৪২৬৩, ৭০৭৭, ২৪৭, ৪৩৮১৪, ২২৭৮৬, ৩৪৪৩০, ৪৫২৪৪, ৯৩০৮, ৩৭২৪৯, ২৮৬৪৩, ৩০৭২১, ৩৮৭৩৭, ১০৭৬০, ২৪৩৫৬, ৭৩৩৪৬, ৪২৪৯১ এবং ৫১৭৪৮।

উল্লেখ্য, মিলি প্লাজা মার্কেটের ব্যবসাীয়ের উদ্যোগে পহেলা রমজান থেকে শেষ রমজান পর্যন্ত নুন্যতম ৫০০ (পাঁচশত) টাকার পন্য ক্রয়ে একটি বিশেষ কূপন পূরনের মাধ্যমে এই লটারীর আয়োজন করা হয়েছিল। যা ১৬ জুলাই শনিবার ড্রয়ের মাধ্যামে সফল ভাবে সম্পন্ন হয়।

Post a Comment

Previous Post Next Post