কমলগঞ্জ প্রতিনিধি:
সিলেট-আখাউড়া রেলপথের শমশেরনগর ও ভানুগাছ রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী
স্থানে সার-বহনকারী মালবাহী ট্রেনের একটি বগির ৪টি চাকা লাইনচ্যুত হয়। এতে
সিলেটের সাথে ঢাকা-চট্টগ্রামসহ দেশের ট্রেন যোগাযোগ (শুক্রবার, ২২
জুলাই) বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে পড়ে। সাত ঘণ্টা পর
ঢাকা-চট্টগ্রামের রেলপথে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়। আখাউড়া ও কুলাউড়া
থেকে প্রেরিত দুইটি উদ্ধারকারী ট্রেন উদ্ধারের কাজ করে।
জানা
গেছে, সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে দিনাজপুরের পাবর্তীপুরের শিবপুর অভিমুখী
সারবাহী একটি ট্রেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ও ভানুগাছ
স্টেশনের মধ্যবর্তী লাউয়াছড়া জাতীয় উদ্যান অতিক্রম কালে সারবোঝাই ট্রেনটি
পাহাড়ি টিলা থেকে নামার সময় পিছনের একটি বগির ৪টি চাকা লাইনচ্যুত হয়। এতে
ঢাকাগামী আন্ত:নগর পারাবাত ট্রেন কুলাউড়া জংশনে ও সিলেটগামী আন্ত:নগর
জয়ন্তিকা ট্রেন সাতগাঁও স্টেশনে আটকা পড়লে বিভিন্ন স্টেশনে আটকে পড়া
ট্রেনযাত্রীরা দুর্ভোগে পড়েন।
এ ব্যাপারে বাংলাদেশ রেলওয়ের গণপূর্ত বিভাগের শ্রীমঙ্গলস্থ ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী আলী আজম বলেন, লাইনচ্যুত হওয়া বগি থেকে অন্যান্য বগি বিচ্ছিন্ন করার পর কুলাউড়া-আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে রেল লাইন চলাচল স্বাভাবিক করার কাজ চলছে আরও ৩ থেকে ৪ ঘণ্টা সময় লাগতে পারে। শমশেরনগর রেলস্টেশনের সহকারী মাস্টার কবির আহমদ জানান, ট্রেন চলাচল বিচ্ছিন্ন থাকায় বিভিন্ন স্টেশনে আটকে পড়া ট্রেনযাত্রীরা দুর্ভোগে পড়েন।
শ্রীমঙ্গল থানা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধরী রাত নয়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত জানান, উদ্ধার কাজ শেষ হয়েছে। কিছুক্ষণের মধ্যে সিলেটের সাথে ঢাকা-চট্টগ্রামের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হবে।
এ ব্যাপারে বাংলাদেশ রেলওয়ের গণপূর্ত বিভাগের শ্রীমঙ্গলস্থ ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী আলী আজম বলেন, লাইনচ্যুত হওয়া বগি থেকে অন্যান্য বগি বিচ্ছিন্ন করার পর কুলাউড়া-আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে রেল লাইন চলাচল স্বাভাবিক করার কাজ চলছে আরও ৩ থেকে ৪ ঘণ্টা সময় লাগতে পারে। শমশেরনগর রেলস্টেশনের সহকারী মাস্টার কবির আহমদ জানান, ট্রেন চলাচল বিচ্ছিন্ন থাকায় বিভিন্ন স্টেশনে আটকে পড়া ট্রেনযাত্রীরা দুর্ভোগে পড়েন।
শ্রীমঙ্গল থানা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধরী রাত নয়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত জানান, উদ্ধার কাজ শেষ হয়েছে। কিছুক্ষণের মধ্যে সিলেটের সাথে ঢাকা-চট্টগ্রামের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হবে।
