স্টাফ রিপোর্টারঃ সিলেট জেলার নতুন পুলিশ সুপার হিসেবে যোগ দিয়েছেন মো. মনিরুজ্জামান। মঙ্গলবার তিনি সিলেট জেলার পুলিশর সুপার হিসেবে যোগ দেন। পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেল থেকে বুধবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মনিরুজ্জামান ২০০১ সালে ২০ তম বিসিএসে সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশে যোগদান করেন। এরআগে তিনি পুলিশ সুপার হিসেবে লক্ষীপুর জেলা এবং সর্বশেষ বিশেষ পুলিশ সুপার হিসেবে ঢাকায় এসবির দায়িত্বে ছিলেন। সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে তিনি ২০১১ সালে আইজিপি ব্যাজ পদক লাভ করেন।
