নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের কুলাউড়ার বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী নাসিমা
আক্তার আইভি (১৬) নামে এক কিশোরী কীটনাশক পানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত সাড়ে ১১টায় মৃত্যুবরণ করেছে। সে উপজেলার বরমচাল নন্দনগর আকিলপুর গ্রামের চিনু মিয়ার মেয়ে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ৮টায় আইভির মা ও বোন এশার নামাজ আদায়কালে আইভি কীটনাশক পান করে প্রচুর বমি করে। সাথে সাথে আইভির মা ও বোনসহ পরিবারের লোকজন তাকে কুলাউড়া সদর হাসপাতালে নিয়ে আসেন। তার অবস্থা আশঙ্কাজনক হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সেখানে নিয়ে গেলেও শেষ রক্ষা হলো না তার। ওই রাতেই ১১টায় সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বরমচাল ইউপি চেয়ারম্যান ইছহাক চৌধুরী ইমরান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, তবে কি কারণে সে আত্মহত্যা করেছে এব্যাপারে কিছু বলতে পারছি না।
