ঈদের দীর্ঘ যানজটে আটকে ১২ জনের মৃত্যু

ঈদের দীর্ঘ যানজটে আটকে ১২ জনের মৃত্যু
অনলাইন ডেস্কঃ ঈদের ছুটি কাটাতে যাওয়ার সময় ট্রাফিক জ্যামে আটকে পড়ে ইন্দোনেশিয়ায় ১২ জনের মৃত্যু ঘটেছে। জাভা দ্বীপের একটি মহাসড়কে ২০ কিলোমিটার দীর্ঘ এই ট্রাফিক জ্যামে কয়েক লাখ মানুষ অনেক সময় ধরে আটকে ছিলেন। খবর বিবিসির।
রমজানের শেষে ঈদের ছুটি কাটাতে ইন্দোনেশিয়ার বড় বড় শহরগুলো থেকে লাখ লাখ মানুষ রাস্তায় নামার পরই ওই দীর্ঘ ট্রাফিক জ্যাম তৈরি হয়। তবে জাভা দ্বীপের ব্রেবেসের ট্রাফিক জ্যাম ছিল সবচেয়ে ভয়াবহ। সেখানে ঈদের তিন দিন আগে থেকেই রাস্তায় জ্যাম লেগে যায়। স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, ১২ জন ট্রাফিক জ্যামে আটকে পড়ে মারা গেছেন। এদের মধ্যে বেশিরভাগই বয়স্ক মানুষ। প্রচন্ড গরমে পানিশূন্যতা এবং অন্যান্য স্বাস্থ্যগত জটিলতায় তাদের মৃত্যু হয়েছে। আটকে পড়া অনেক মানুষ সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ যানজটের ছবি পোস্ট করে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন।

Post a Comment

Previous Post Next Post