কুলাউড়ায় পথ শিশুদের ঈদের পোশাক বিতরন

কুলাউড়ায় পথ শিশুদের ঈদের পোশাক বিতরন
শাহবান রশিদ চৌঃ ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদের নতুন কাপড় খুশির মাত্রাকে বাড়িয়ে দেয় বহুগুন। শিশুদের জন্য ঈদে তো লাল পিরান চাই-ই চাই। তবে সমাজের চারপাশে এমন অনেক শিশু রয়েছে যাদের দৈনন্দিন জীবনের চাহিদাগুলোই থাকে অপূর্ণ। ঈদের রঙ বেরঙের নতুন কাপড় তো তাদের কাছে আকাশের চাঁদ পাওয়ার মতই।

এমনই কিছু সুবিধাবঞ্চিত পথশিশুদের জীবনে একটু আনন্দের ছোঁয়া দিতে, ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার প্রত্যয়ে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ ও মৌলভীবাজারের কুলাউড়ায় অনলাইন নিউজ পোর্টাল কুলাউড়া সংবাদ ডটকম ও আওয়াজ বিডি ডটকম এর যৌথ আয়োজনে সমাজের সুবিধা বঞ্চিত পথ শিশুদের পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে নতুন পোশাক বিতরন করা হয়।

গত ০৪জুন সোমবার বিকালে কুলাউড়া স্মৃতি সৌধ প্রাঙ্গনে পথ শিশুদের ঈদের নতুন কাপড় বিতরন অনুষ্টানে কুলাউড়ার সংবাদ ডটকমের সম্পাদক জাফর আহমদ দিনার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন টাইম টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ও দৈনিক সবুজ সিলেট প্রতিনিধি তারেক হাসান, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সৈয়দ বয়তুল আলী, দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি সেলিম আহমদ, প্রবাসী কামরুল হাসান ইমন, সাংবাদিক জুয়েল দেব ও সাইমুল ইসলাম শাহী প্রমূখ।

কুলাউড়ার সংবাদ ডটকমের সম্পাদক জাফর আহমদ দিনার বলেন, “ সমাজের অবহেলিত শিশুদের মাঝে ঈদের আনন্দটুকু ছড়িয়ে দেবার জন্যই আমাদের এই প্রয়াস। ছিন্নমূল এই শিশুদের মুখে হাসি ফোটাতে পেরে আমাদের প্রত্যাশা পূরণ হয়েছে। ” আওয়াজ বিডি ডটকম এর সম্পাদক সাহ আহমদ সাজ বলেন “আমাদের একার পক্ষে তেমন কিছু করা সম্ভব না হলেও একসাথে অনেক ভাল কাজ করা সম্ভব”।

Post a Comment

Previous Post Next Post