অনলাইন ডেস্কঃ রাত পোহালেই পবিত্র ঈদ-উল-ফিতর। সর্বত্র কেনা-কাটার ধুম। তবে ঈদের আমেজ নেই কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রী নিহত সোহাগী জাহান তনুর পরিবারে। প্রত্যেকবার তনুর পরিবার সেনানিবাসের বাসায় ঈদ পালন করলেও এবার চলে যাবেন গ্রামের বাড়িতে।
তনুর মা আনোয়ারা বেগম এ বলেন, রোজা কিভাবে থাকছি, কি রান্না করছি, কি খাচ্ছি বলতে পারবো না। উঠতে বসতে শুধু তনুর কথা মনে হয়। ঈদের কেনা-কাটার বিষয়ে তিনি বলেন, পরিবারের কেউ কিছু কিনেনি। তনুর দুই ভাইয়ের মনও খারাপ। গত ঈদে পরিবারের সবার জন্য কেনা-কাটা তনুই করেছে। তার নিজের, দুই ভাই, বাবা এবং আমার সবার কাপড় তনুই পছন্দ করতো। এবার আমার শ্বশুরের জন্য শুধু একটি পাঞ্জাবি কিনেছি। ঈদ গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার মির্জাপুর গ্রামে করবো। কোনো প্রতিবেশী এখন ভয়ে আমাদের সাথে মিশতে চায় না।
তনুর মা বলেন, ঈদের দিন তনু নানা ধরণের খাবার তৈরি করতো। কেক, সমুচা, হালিম, নুডুলস, মাংসের কাবাব, ডিম পিঠা তার পছন্দের খাবার ছিলো। এগুলো দিয়ে আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের আপ্যায়ন করতো। তনুর বাবার পছন্দ কাচ্চি বিরিয়ানি। তনু সেটিও রান্না করতো। এখন নামাজের বিছানায় বসে তনুর বাবায় কান্দে, আমিও কান্দি। সিআইডি বলেছে ঈদের পরে তনুর মামলার বিষয়ে আরো গুরুত্ব দিয়ে কাজ করবে। মেয়েতো হারিয়েছি, দেখি বিচারটা পাই কিনা।
উল্লেখ্য, গত ২০ মার্চ রাতে বাসার পাশের একটি জঙ্গল থেকে তনুর মরদেহ উদ্ধার করা হয়।