কুলাউড়া ডিগ্রি কলেজ সরকারী করায় আনন্দ র‌্যালী

কুলাউড়া ডিগ্রি কলেজ সরকারী করায় আনন্দ র‌্যালী
স্টাফ রিপোর্টারঃ কুলাউড়ার প্রাচীনতম বিদ্যাপিঠ ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত কুলাউড়া ডিগ্রি কলেজকে সরকারী করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সংসদ সদস্য মো: আব্দুল মতিন সহ সংশ্লিষ্ঠদের অভিনন্দন জানিয়ে কুলাউড়ায় এক আনন্দ শোভাযাত্রা ১৯ জুলাই, সোমবার অনুষ্ঠিত হয়। আনন্দ র‌্যালীটি কলেজ ক্যাম্পাস থেকে শুরু করে কুলাউড়া শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে কুলাউড়া উপজেলা চত্বরে গিয়ে শেষে হয়।
কুলাউড়া ডিগ্রি কলেজ সরকারী করায় আনন্দ র‌্যালী
 
র‌্যালী শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়ে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার তাহসিনা বেগম, কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজল, উপাধ্যক্ষ মোঃ আব্দুল হান্নান। এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সুশীল সেনগুপ্ত। সভাপরিচালনা করেন কলেজের আইসিটি প্রভাষক সিপার উদ্দিন আহমদ। বক্তারা বলেন শিক্ষাবান্ধব সরকারের এই সময়োপযোগী সিদ্ধান্তের কারেণ কুলাউড়ায় শিক্ষার মানসহ শিক্ষার প্রসার ঘটবে। তারা প্রানের এই দাবী বাস্তবায়নের জন্য বর্তমান সরকারকে ধন্যবাদ জানন। 
কুলাউড়া ডিগ্রি কলেজ সরকারী করায় আনন্দ র‌্যালী

র‌্যালীতে অংশ নেন কুলাউড়া ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহকারি অধ্যাপক একেএম শাহজালাল, সহকারি অধ্যাপক আবুল কালাম, সহকারি অধ্যাপক আব্দুল বাকি, সহকারি অধ্যাপক মশিউর রহমান, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য আব্দুল মানিক, ফরহাদ আহমদ, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি, বদরুজ্জামান সজল, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সভাপতি প্রভাষক মান্জুরুল হক, কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ।

Post a Comment

Previous Post Next Post