কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টারঃ যুক্তরাজ্যে কুলাউড়াবাসীদের একক সংগঠন ‘কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’ এর উওদ্যগে পবিত্র রমজান মাস উপলক্ষে এক ইফতার মাহফিল ইস্ট লন্ডনের হোয়াইট চ্যাপল রোডস্থ বারাক ইটারী রেষ্টুরেন্টে গত ২২ জুন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ফারুক আহমদ সুন্দরের সভাপতিত্বে এবং সেক্রেটারী মোঃ ইসলাম উদ্দিনের পরিচালনায় ও মাওলানা আব্দুল হামিদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া ইফতার মাহফিলে ও সংক্ষিপ্ত আলোচনা সভায় বিপুল সংখ্যক এলাকাবাসী যোগদান করেন। এতে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা করেন ক্বারী মাওলানা ইমরান আহমেদ।
মাহফিলের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র জন বিগস, ডেপুটি মেয়র কাউন্সিলার সিরাজুল ইসলাম, ডেপুটি মেয়র রাসেল সান্ডার্স, টাওয়ার হ্যামলেটস লেবার পার্টির চেয়ার মিঃ μিস ও দর্পণ সম্পাদক মোঃ রহমত আলী। এতে বক্তব্য রাখেন মিসবাহ উদ্দিন আহমদ, তাজ ইসলাম সাইফুল আলম চৌধুরী, আব্দুল মুহিত সুহেল, সৈয়দ সেলিম আহমেদ, ফারুক আহমেদ, আহবাব হোসেন খান (বাপ্পী) , জামাল হোসেন, সিরাজুল ইসলাম চৌঃ, রোমান আহমেদ, জালাল উদ্দিন, রিয়াজুল ইসলাম, আজাদ আহমদ, আব্দুল আহাদ, মিজানুর রহমান রুমান, ইলিয়াস আলী, রাজু আহমদ, মেহেদী হাসান, মোঃ ছাইফ উদ্দীন, মোঃ সেবুল মিয়া, মোঃ তারেক হাসান, মোঃ আতিকুল ইসলাম ও রেজাউল ইসলাম খান প্রমূখ। মোনাজাতের মাধ্যমে সভার কাজ শেষ হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা সৈয়দ মাহমুদ আলী।
কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রধান অতিথি ও বিশেষ অতিথিগন ইফতার মাহফিলে তাদের আমন্ত্রন করায় উদ্যোক্তাদের ধন্যবাদ জানান ও সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
সভাপতির বক্তব্যে ফারক আহমদ সুন্দর ইফতার মাহফিলে উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের পতাকাতলে কুলাউড়া প্রবাসীদের সমবেত হয়ে এলাকার উনড়বয়নে ভূমিকা রাখার আহ্বান জানান। সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম উদ্দিন সংগঠনের নির্ধারীত ফরম পুরণ করে সদস্য হওয়ার জন্য সবাইকে অনুরোধ করেন। এতে সাড়া দিয়ে উপস্থিত কয়েকজন তাদের নাম তালিকাভুক্ত করেন।
উল্লেখ্য, এ সংগঠনের উদ্যোগে এলাকার গরীব-দুঃখী, অসহায় ও ছিনড়বমূল মানুষের সহযোগিতায় বিগত দিনে ব্যাপক ভূমিকা রেখেছে ও আগামীতে আরো অনেক কার্যμমের উদ্যোগ নিতে যা্েচ্ছ।

Post a Comment

Previous Post Next Post