কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু
স্টাফ রিপোর্টারঃ কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় গুরতর আহত আব্দুল খালেদ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ২৪ জুন শুক্রবার রাত ১০টা ৫৫ মিনিটে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সে জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের শাহপুর গ্রামের মৃত আব্দুল কাইয়ূমের ছেলে।
জানা যায়, গত ২৩ জুন বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে খালেদ মোটর সাইকেলযোগে বাড়ি থেকে কুলাউড়ায় আসছিলেন। এ সময় কুলাউড়া-জুড়ী সড়কের পুষাইনগর এলাকায় পিছন থেকে দ্রুতগ্রতির একটি প্রাইভেট কার খালেদের মটরসাইকেলটিকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে আসলে আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে তাঁর অবস্থার কোন উন্নতি না হওয়ায় শুক্রবার সন্ধ্যায় তাকে সিলেট ইবনে সিনা হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকজনরা। পরে রাত ১০টা ৫৫ মিনিটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
জায়ফরনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের স্থানীয় ইউপি সদস্য মহতোছিন আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, খালেদের লাশ বাড়িতে আনা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post