নিউজ ডেস্কঃ কুলাউড়ার ব্রাহ্মণবাজারে যুবলীগ নেতার কাছ থেকে একটি প্রাইভেট কার গাড়ী উদ্ধার করেছে ডিবি পুলিশ। জানা যায়, ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান শাহীন বেশ কিছু দিন থেকে একটি চোরাই কার গাড়ী (নং-ঢাকা মেট্টো গ-১১-৪৭০৭) নিজে ব্যবহার করে আসছিলেন। ৩১ মে মঙ্গলবার রাত ১০ টার দিকে ঢাকা থেকে ডিবি পুলিশের ওসি রফিক আহমদের নেতৃত্বে একটি টিম ব্রাহ্মণবাজারে এসে যুবলীগ নেতা শাহীনের অফিসে হানা দেয় এবং তার অফিসের সামনে থাকা কার গাড়ীটি চোরাই গাড়ী বলে সনাক্ত করে। এসময় শাহীন তার গাড়ীর বৈধ কোন কাগজপত্র দেখাতে পরেননি। পরে ডিবি পুলিশ গাড়ীটি তার কাছ থেকে উদ্ধার করে প্রথমে কুলাউড়া থানায় অবগত করে পরে ওইদিন রাতেই গাড়িটি ঢাকা ডিবি কার্যালয়ে নিয়ে যায়। যুবলীগ নেতার চোরাই গাড়ী ব্যবহারের ঘটনায় ব্রাহ্মণবাজারে তোলপাড় সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে যুবলীগ নেতা সাইফুর রহমান শাহীন জানান, গাড়ীটি বেশ কিছুদিন আগে ক্রয় করেছিলেন। কিন্তু চোরাই গাড়ী কিনা জানেন না। গাড়ীর কাগজপত্র নিয়ে ঢাকা ডিবি অফিসে কয়েকদিনের মাধ্যে গাড়ীটি আনার জন্য যাবেন।