কুলাউড়ায় বোরো ধান সংগ্রহ শুরু

কুলাউড়ায় বোরো ধান সংগ্রহ শুরু
কুলাউড়ায় বোরো ধান সংগ্রহ শুরু (প্রতীকী ছবি)
স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া উপজেলা খাদ্য গুদামের তত্তাবধানে বোরো ধান সংগ্রহ শুরু হয়েছে। ৫ জুন রোববার তিন মাস ব্যাপী “বোরো ধান সংগ্রহ অভিযান” কর্মসুচির শুভ উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার তাহসিনা বেগম খাদ্য গুদাম প্রাঙ্গনে উপজেলা সদরের কৃষক শওকত হোসেন ও ভুকশিমইলের কৃষক মোঃ আজমল আলীর কাছ থেকে ধান ক্রয় করে বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন।

খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা এম এম শাহ নেয়াজ, কৃষি সম্প্রসারন কর্মকর্তা মাহমুদুল হাসান, সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী প্রমুখ।

জানা যায় চলতি মৌসুমে উপজেলা কৃষি অফিসের তালিকাভুক্ত প্রকৃত কৃষকদের কাছ থেকে ৯২০ টাকা মন দরে আগামী ৩১ আগষ্ট পর্যন্ত ৮৯৮ মেঃটন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে ।

Post a Comment

Previous Post Next Post