স্টাফ রিপোর্টারঃ প্রাইম ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের ৪৪৯তম সভায় সর্বসম্মত ক্রমে কুলাউড়া উপজেলার কাদীপুর ইউনিয়নের কৃতি সন্তান আজম জে চৌধুরীকে আগামী দুই বছরের জন্য ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে যা ১ জুন ২০১৬ থেকে কার্যকর হয়েছে। বরেণ্য শিল্প উদ্যোক্তা আজম জে চৌধুরী তিন দশকের বেশি সময় ধরে দেশের জ্বালানি খাতে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন। তিনি ইস্ট কোস্ট গ্র“প কনসলিডেটেড টি অ্যান্ড ল্যান্ডস কোম্পানি বাংলাদেশ লিমিটেড এবং বাংলাদেশ ট্রেড সিন্ডিকেট লিমিটেডের চেয়ারম্যান। তিনি এমজেএল বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তিনি ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড ওমেরা সিলিন্ডার ও ওমেরা ফুয়েল লিমিটেডের পরিচালক। তিনি বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা। তাঁর ব্যবসায়িক এবং সামাজিক সুখ্যাতির কারণে হাঙ্গেরীয় সরকার তাকে বাংলাদেশে অনারারি কনসাল অব হাঙ্গেরি নিযুক্ত করেছে।