‘ব্রিলিয়ান্ট মুস্তাফিজ’

‘ব্রিলিয়ান্ট মুস্তাফিজ’
স্পোর্টস ডেস্কঃ সদ্যই শেষ হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলে ঢাকা প্রিমিয়ার লিগে খেলতে এসেছেন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান। বুধবার প্রথম ম্যাচে ব্যাট হাতে আবাহনীর হয়ে ৪৭ বলে ৬০ রানের এক ঝড়ো ইনিংস খেলেন তিনি। ম্যাচের পর সংবাদ সম্মেলনে মুস্তাফিজের খেলার প্রশংসা করেন তিনি।ইউসুফ পাঠান বলেন, “মুস্তাফিজের হায়দরাবাদের বিপক্ষে আইপিএল-এর ২টি ম্যাচেই আমরা ভালো করেছিলাম। তার বিপক্ষে রান করতে সক্ষম হয়েছিলাম। তবে আমি মনে করি সে বিশ্ব ক্রিকেটের বড় আবিষ্কার, খুবই ব্রিলিয়ান্ট।’ ঢাকায় খেলতে এসে খুব একটা সমস্যা হচ্ছে না বলেও জানালেন ইউসুফ। তিনি বলেন, ‘'আমি পেশাদার ক্রিকেটার। বিভিন্ন দলের হয়ে খেলেছি। আর আবাহনীতে সাকিব থাকায় সুবিধা হয়েছে। গত ছয় বছর ধরে আমরা কলকাতার হয়ে খেলছি। সাকিবের সঙ্গে একই দলে খেলাটা আমার জন্য বেশ সুবিধা হয়েছে।'’-সংবাদমাধ্যম

Post a Comment

Previous Post Next Post