বাংলাদেশ সঠিক পথে চলছে না: যুক্তরাষ্ট্র যুবদল

বাংলাদেশ সঠিক পথে চলছে না: যুক্তরাষ্ট্র যুবদল
নিউইয়র্ক: বর্তমান সরকারের অধীনে বাংলাদেশ সঠিক পথে চলছে না বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্র যুবদলের নেতারা। সোমবার নিউইয়র্কের গুলশান টেরেসে ইফতার ও দোয়া মাহফিল পূর্ববতী আলোচনায় নেতারা এ অভিযোগ করেন। এ সময় ‘বাংলাদেশে বিএনপি নেতা-কর্মীদের হয়রানি-নির্যাতন এবং শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলার প্রতিবাদ জানানো হয়। আলোচনায় বিএনপি, ছাত্রদল, শ্রমিকদল, মহিলা দলের নেতারা অংশ নেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জাকির এইচ চৌধুরী। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমদ।
যুক্তরাষ্ট্র যুব দলের ইফতার মাহফিলে উপস্থিত নেত্রীবৃন্দ ডা: মজিবুর রহমান মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু,অধ্যাপক দেলোয়ার হোসেন,শরাফত হোসেন বাবু,মঞ্জুর আহমেদ চৌধুরী,জসিম উদ্দিন ভূঁইয়া,মো: আনোয়ারুল ইসলাম,মো: আজাদ বাকির,মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন,এবাদ চৌধুরী,আবু সুফিয়ান,ফিরোজ আলম

যুবদল সভাপতি জাকির এইচ চৌধুরী বলেন, ‘অতীতের সকল স্বৈরাচারকে ছাড়িয়ে গেছে বর্তমান সরকারের অনাচার। সরকারের অন্যায়ের প্রতিবাদ করলেই হয় গুম, না হয় ক্রস ফায়ারে যেতে হচ্ছে। এমন বিভিষিকাময় পরিস্থিতির অবসানে প্রবাসের বিএনপি পরিবারের ঐক্যের বিকল্প নেই।’ এ জন্যে শিগগর যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি গঠিত হওয়া দরকার-বলে মত দেন জাকির এইচ চৌধুরী।

বাংলাদেশ সঠিক পথে চলছে না: যুক্তরাষ্ট্র যুবদল
যুক্তরাষ্ট্র যুবদলের নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি ফারুক হোসেন মজুমদার,সহ-সভাপতি আতিকুল হক আহাদ- যুগ্ম সম্পাদক সরোয়ার খান বাবু, যুগ্ম সম্পাদক মো: আমানত হোসেন,যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মিজান,সাংগঠনিক সম্পাদক শামীম মাহমুদ, নিউইয়র্ক স্টেট যুবদলের সভাপতি সভাপতি কাজী আমিনুল ইসলাম স্বপন, নিউইয়র্ক স্টেট যুবদলের সাধারণ সম্পাদক রেজাউল আজাদ ভ’ঁইয়া, নিউইয়র্ক সিটি যুব দলের সভাপতি বিলাল আহমদ চৌধুরী, নিউইয়র্ক সিটি যুব দলের সাধারণ সম্পাদক শেখ হায়দার আলী,সাইফুল ইসলাম লিটন,রাফেল তালুকদার,বাসিত রহমান,গিয়াস উদ্দিন,রফিকুল ইসলাম ডলার,এম সেলিম রেজা,ড. নুরুল আমিন পলাশ,সাইফুল খান হারুন,শাহ আলম,এড কাউইম চৌধুরী,রফিকুল ইসলাম ডালিম,আনোয়ারুল হক লেবু,টিপু আলম,মিঞা মো: দুলাল,শাহানা খানম,রোজি আনোয়ার,আব্দুল বাসিদ,মিজানুর চৌধুরী,এম সায়েম রহমান,এড. কামরুজ্জামান বাবু,এবিএম বাদশা,আরশাদ উদ্দিন,সাবের চৌধুরী,কাজী জারা,মো: মাসুদ রানা,শাহাদাত হোসেন রাজু,মো: মোস্তাক,উত্তম বোনিক,আব্দুর রউফ,ফয়েজ আহমেদ,জাহেদ আহমদ চৌধুরী,ফজলে রাব্বি,সাইদুর খান ডিউক,এ এফ মেজবাউজ্জামান,বোরান উদ্দিন,মনিউজ্জামান ভ’ইয়া,কামাল আহমদ সরকার,কয়েসর রশিদ,মো: মাসুদ রানা,এমএ কুদ্দুস,মো: মামুন,মো: সবুজ,মাসুক আহমেদ,জাহাঙ্গির সরকার,এম এ সিদ্দিক,দেলোয়ার হোসেন,মিজানুর রহমান,কামাল আহমেদ সরকার,সাবের চৌধুরী,একলাক হোসেন ফয়সল,মো: আলম,রফিকুল আলম,বেলাল আহমদ ভ’ইয়া,আব্দুল কুদ্দুস,আনোয়ার হোসেন,আলমগীর হোসেন মৃধা,মো: আশরাফ হোসেন,সালেম সুলেরী,এসএমএস কবীর,তানভীর রায়হান,এমডি শামসুল হক প্রমুখ।
বাংলাদেশ সঠিক পথে চলছে না: যুক্তরাষ্ট্র যুবদল

যুক্তরাষ্ট্র যুবদলের সহ-সভাপতি আতিকুল হক আহাদের পিতৃবিয়োগে গভীর শোক প্রকাশ করা হয়। এছাড়া, নিউইয়র্কের হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার দ্রুত সুস্থতা কামনা করা হয়।

Post a Comment

Previous Post Next Post