মৌলভীবাজারে ১২ ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী যারা

মৌলভীবাজারে ১২ ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী যারা
স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার সদর উপজেলার ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৩ জনের মধ্যে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগের ৪ জন ও আওয়ামীলীগ বিদ্রোহী ২ জন , বিএনপি ৪ জন ও বিএনপি বিদ্রোহী ২জন।

খলিলপুর: অরবিন্দু পাল (আওয়ামীলীগ) মনুমুখ: আব্দুল হক সেফুল (বিএনপি বিদ্রোহী ) কামালপুর: ফয়সল আহমদ (বিএনপি) আপার কাগাপলা: মোঃ আজির উদ্দিন (আওয়ামীলীগ) আখাইলকুড়া: সেলিম আহমদ (বিএনপির বিদ্রোহী ) একাটুনা: আবু সুফিয়ান (আওয়ামীলীগ) চাঁদনীঘাট: আখলাই মিয়া (বিএনপির বিদ্রোহী ) কনকপুর: রেজাউর রহমান চৌধুরী (আওয়মীলীগ বিদ্রোহী) আমতৈল: রানা খান শাহিন (বিএনপি), নাজিরাবাদ: সৈয়দ এনামুল হক রাজা (বিএনপির বিদ্রোহী ) মোস্তফাপুর: মোঃ তাজুল ইসলাম তাজ (আওয়মীলীগ বিদ্রোহী) গিয়াসনগর: গোলাম মোস্তফা (আওয়ামী লীগ)

Post a Comment

Previous Post Next Post