অনলাইন ডেস্ক:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল চলতি মাসের ১১ তারিখ প্রকাশ করা হবে।
সচিবালয় সূত্র এ তথ্য জানিয়েছে। গত ১ ফেব্রুয়ারি এ পরীক্ষা শুরু হয়ে ১৪
মার্চ শেষ হয়। শিক্ষা মন্ত্রণালয়ের পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, পরীক্ষা
শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের কথা রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের
একটি সূত্র জানায়, ফল প্রকাশের জন্য ১০ ও ১১ মে সম্ভাব্য দুটি তারিখ উল্লেখ
করে প্রধানমন্ত্রীর সম্মতি চাওয়া হয়েছিল। প্রধানমন্ত্রীর সম্মতি অনুযায়ী
এখন ১১ মে ফল প্রকাশ করা হচ্ছে।