নিউজ ডেস্ক: দেশব্যাপী আজ থেকে শুরু হয়েছে এইচএসসি'র অনলাইনে ভর্তি কার্যক্রম। এবার দ্বিতীয়বারের মতো এই পদ্ধতিতে কলেজগুলোতে ভর্তি হচ্ছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে অনলাইনে ভর্তির জন্য সাইবার ক্যাফেগুলোতে ভিড় করেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। প্রথম দিকে সার্ভারে কিছু সমস্যা থাকলেও সময় গড়াতেই স্বাভাবিক হতে শুরু করে ভর্তি কার্যক্রম।
এসময় শিক্ষার্থীরা তাদের পছন্দ অনুসারে অনলাইনে ১০টি এবং মোবাইলে এসএমএস-এর মাধ্যমের আরো ১০ টি কলেজের ভর্তি ফরম পূরণ করেন তারা। আগামী ১৬ জুন জানা যাবে এর ফলাফল। এদিকে ফরম পূরণ করলেও ভালো এবং পছন্দের কলেজে ভর্তি হওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।