ভূকশিমইল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ পানির নিচে (ফটো ক্যাপশন)

ভূকশিমইল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ পানির নিচে
মাহফুজ হামিদঃ ভূকশিমইল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের প্রধান ভবনের নিচতলা পানির নিচে তলিয়ে গেছে। নিচতলায় রয়েছে ৫টি শ্রেনীকক্ষ ও ১টি অফিস কক্ষ সাথে তলিয়ে গেছে কলেজের মাঠটিও। স্কুলের নিচ তলা পানিতে তলিয়ে যাওয়ায় লেখাপড়া বিঘ্নিত হচ্ছেই সাথে সাথে দু-একটি ক্লাসও অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ হয়েছে। প্রায় প্রতি বছরই এই অবস্থার শিকার হতে হয় প্রতিষ্টানটির। হাকালুকি হাওর ঘেষা এই প্রতিষ্টানের সুনাম এবং লেখাপড়ার মান রক্ষার জন্য ঊর্ধতন মহল যদি কার্যকর ব্যবস্থা নেয় তবেই রক্ষা পেতে পারে এ প্রতিষ্টানটি।
ভূকশিমইল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ পানির নিচে
ভূকশিমইল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ পানির নিচে

Post a Comment

Previous Post Next Post