কুলাউড়ায় এক আপেলের দাম ৪ হাজার টাকা

কুলাউড়ায় এক আপেলের দাম ৪ হাজার টাকা
স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের পশ্চিম বিলেরপার জামে মসজিদে দানকৃত এক আপেলের দাম শেষমেষ ৪ হাজার ১৪৭ টাকায় নিলামে বিক্রি হয়েছে। ২২মে রোববার পবিত্র শবে বরাতের রাতে উপস্থিত মুসল্লীদের মাঝে নিলামের মাধ্যমে সেই আপেলটি বিক্রি করা হয়।

পশ্চিম বিলের পার জামে মসজিদের পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক জয়নাল আবেদীন জানান, স্বাভাবিকভাবে সাপ্তাহিক জুম্মার নামাজের আগে মুসল্লীরা মসজিদ তহবিলে পণ্য সামগ্রী দান করেন। আর নামাজ শেষে নিলামে সেসব পণ্য বেশ চড়াদামে মুসল্লীদের মাঝ থেকে একজন কিনে নেন। সে টাকা মসজিদ তহবিলে জমা করা হয়। এমনিভাবে শবে বরাতের রাতে একই গ্রামের মুসল্লী আলকাছ মিয়ার ছেলে আসুক মিয়া একটি আপেল মসজিদে দান করেন। আর এই আপেলটি নিলামে বিক্রির জন্য রাত দেড়টা থেকে উপস্থিত মুসল্লীরা নিলাম ডাকেন। শেষমেষ গভীর রাত তিনটায় অত্র এলাকার আব্দুল খালিকের ছেলে আক্তার হোসেন নিলামের সর্বচ্চ ডাক শেষে এই আপেল গ্রহন করেন। সর্বমোট নিলামের ডাক ৪ হাজার ১৪৭ টাকায় উঠে। নিলাম ডাক পরিচালনা করেন পশ্চিম বিলের পার জামে মসজিদের পরিচালনা কমিটির সাধারন সম্পাদক আব্দুল কদ্দুছ।

Post a Comment

Previous Post Next Post