অগ্রণী ক্রিকেট ক্লাবের টুর্নামেন্টে মাহফুজ শাকিল চ্যালেঞ্জার্স ফাইনালে

অগ্রণী ক্রিকেট ক্লাবের টুর্নামেন্টে মাহফুজ শাকিল চ্যালেঞ্জার্স ফাইনালে
নাজমুল বারী সোহেল/ আমিন জাহানঃ কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের প্রতাবীতে অগ্রণী ক্রিকেট ক্লাবের আয়োজনে কাপ এন্ড কাপ নকআউট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে উঠেছে মাহফুজ শাকিল চ্যালেঞ্জার্স। আজ ২০ মে শুক্রবার বিকালে অগ্রণী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে সেমিফাইনাল খেলায় রেনেসাঁ ক্রিকেট ক্লাব প্রতাবীর সাথে মুখোমুখি হয় মাহফুজ শাকিল চ্যালেঞ্জার্স। খেলায় প্রথমে ব্যাট করতে নেমে মাহফুজ শাকিল চ্যালেঞ্জার্স নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১১ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৪৯ রান সংগ্রহ করেন তারেক আহমদ। জবাবে জয়ের লক্ষে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০৯ রান সংগ্রহ করে রেনেসাঁ ক্রিকেট ক্লাব। ফলে হাই ভোল্টেজ ম্যাচে ২ রানে জয়লাভ করে ফাইনাল খেলার গৌরব অর্জন করে মাহফুজ শাকিল চ্যালেঞ্জার্স। দলের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট লাভ করেন সাইফুল ইসলাম।

মাহফুজ শাকিল চ্যালেঞ্জার্সের খেলোয়াড়দের নাম: আলাউদ্দিন কবির- অধিনায়ক, মাহফুজ শাকিল- টিম ম্যানেজার, সাইফুল ইসলাম, মাজহারুল ইসলাম, তারেক আহমদ, লাহিন আহমদ, জামাল আহমদ, মাহবুব আহমদ।

Post a Comment

Previous Post Next Post