মিছবাহ উদ্দীন, কাতার থেকেঃ কুলাউড়া কল্যান সমিতি কাতারের আল খুর সিটি কুলাউড়া প্রবাসী কর্তৃক আয়োজিত ২০১৬ সালের সাধারণ সভা সম্পন্ন হয়েছে। গত ১৯মে রোজ বৃহস্পতিবার দোহার আল খুর সিটিতে কোষাধ্যক্ষ হারুন মিয়ার বাসায় অনুষ্ঠিত সাধারণ সভায় সহকারী সম্পাদক হানিফ খানের পরিচালনায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আজিজুর রহমান মুক্তার। উক্ত সভায় কোরআন তেলাওয়াত করেন হাফিজ কাওসার আহমেদ, কুলাউড়া কল্যান সমিতি নিয়ে সংগীত পরিবেশন করেন সহকারী সম্পাদক মো মিছবাহ উদ্দীন।
সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট থেকে আগত কিশোর কন্ঠ ফাউন্ডেশন সিলেটের ছাত্রনেতা ফখরুল ইসলাম সেলিম। বিশেষ অতিথি ছিলেন সমিতির উপদেষ্টা ইঞ্জিনিয়ার আব্দুল মুকিত। সম্পাদক রমজান আলী, সহসভাপতি আব্দুর রব বাগদাদী, সহসম্পাদক মিছবাহ উদ্দীন, সহকারী কোষাধ্যক্ষ মশাহীদ আলী আলফু এসময় উপস্থিত অর্ধশতাধিক কুলাউড়াবাসীদের উদ্দেশ্যে বলেন, আমরা অসহায়, গরিব, সুবিধা বঞ্চিত ও কর্মসংস্থানের ব্যবস্থাসহ কুলাউড়াকে একটি মডেল কুলাউড়ায় রূপ দেয়ার প্রচেষ্টায় সকলকে নিজ নিজ অবস্থান থেকে উন্নয়নের কাজ করার জন্য সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমাদের সার্বিক সহযোগিতা রয়েছে আপনাদের প্রতি। আমরা মনে করি সম্মিলিত প্রচেষ্টাই কুলাউড়াকে একটি মডেল কুলাউড়ায় রুপান্তর করা সম্ভব হবে। পাশাপাশি সবার সাথে একে অন্যের পরিচিতি সহ প্রবাসী কুলাউড়া বাসীদের সার্বিক সহযোগিতার কথা বলেন বক্তারা।
সভাপতি আজিজুর রহমান মুক্তারের সমাপনী বক্তব্যে বলেন আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের প্রতি সহযোগিতার হাত ভাড়িয়ে দিতে চাই, তিনি বলেন যে, প্রবাসীরা যেকোনো কিছু সংগ্রহ করতে অক্ষম হলে সেসব ব্যক্তিদেরকে আমরা সহযোগিতা করব সে যেকোনো ধর্মের হোক তাতে কোন অসুবিধা নেই, কুলাউড়ায় বসবাসকারী সকলের জন্য আমাদের সমিতি উন্মুক্ত রয়েছে। আমরা কুলাউড়ার সার্বিক কল্যাণমূলক কাজ করার মন মানুষিকতা নিয়েই এই সমিতির যাত্রা শুরু করেছি। তাই সকলের প্রতি আমার আহব্বান যার যার অবস্থান থেকে সকলেই কল্যাণের কাজে এগিয়ে আসুন।কল্যাণমুখী কাজে অনেক বাধাও আসতে পারে। অনেকে আমাদের এই শুভকাজ সহ্য করতে না পেরে আমাদের সভায় প্রবাসীদের উপস্থিতি টেকাতে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। তাদেরকে আমরা উদ্দেশ্য করে বলি, আপনারা আমাদের সাথে আসুন! আমাদের হৃদয় বিশাল আপনাদেরকে দূরে সরিয়ে দেওয়ার চিন্তা আমাদের নেই। আপনাদের মনে আমাদের নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকলে আমাদেরকে বলুন! সেই সুযোগ আপনাদের জন্য আছে। আমাদের গতিবেগ সত্যের পথে, সমাজের কল্যানে তাই কোনো ষড়যন্ত্র আমাদের যাত্রা পথে বাধা সৃষ্টি করুক তা আমরা চাইনা। মোনাজাত ও রাতের খাবারের মধ্যমে উক্ত প্রোগ্রাম সমাপ্ত হয়।