অনলাইন ডেস্ক:
সামাজিক যোগাযোগ মাধ্যমে 'সেলফি' একটি গুরুত্বপূর্ণ বিষয়। যতো ভালো সেলফি,
ততো বেশি লাইক। ততো বেশি ফলোয়ার। অনেকে অনুসারী বাড়াতে নগ্ন সেলফিও তুলে
আপলোড করেন ফেসবুক-টুইটারের মতো মাধ্যমগুলোতে। কেউ পর্বত চূড়ায় উঠে, কেউ বা
প্যারাসুটে উড়তে উড়তে সেলফি তোলেন। ঝুঁকিপূর্ণ সেলফি তুলতে গিয়ে এ পর্যন্ত
মৃত্যু হয়েছে ঢের ঢের মানুষের। তবুও যেন সেলফি জোয়ারে ভাসছে বিশ্ব। এবার
সেলফিতে আরও সুন্দর দেখাতে আমেরিকান তরুণীদের মধ্যে প্লাস্টিক সার্জারির
হিড়িক পড়েছে। সবাই দৌড়াচ্ছেন ডাক্তারের চেম্বারে। খবর ডয়সে ভ্যালের। খবরে
প্রকাশ, ইনস্টাগ্রামে 'সেলফি' হ্যাশট্যাগ ২৬৮ মিলিয়নের বেশি। প্রতিদিন যোগ
হচ্ছে নতুন নতুন সেলফি। পিউ রিসার্স সেন্টারের এক জরিপে দেখা গেছে, ৫৫ ভাগ
আমেরিকান তরুণ-তরুণী অনলাইনে সেলফি পোস্ট করেন।