এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের ৩৬তম পালাবদল সম্পন্ন

এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের ৩৬তম পালাবদল সম্পন্ন
আমিন জাহানঃ  অষ্ট্রেলিয়ার জিলং শহর থেকে যাত্রা শুরু হওয়া আন্তর্জাতিক সেবা মূলক সংগঠন এপেক্স ক্লাবস অব বাংলাদেশের ১৮তম ক্লাব এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের ৩৬তম পালাবদল অনুষ্ঠান গত ২৭শে মে শুক্রবার সকাল ১০টায় ব্রাহ্মণবাজারের কাজলধারাস্থ সিআরপি রেষ্ট হাউসে সম্পন্ন হয়। পালাবদল কমিটির চেয়ারম্যান এপেঃ আব্দুস সহিদ বাবুল অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন। স্বাগত বক্তব্য রাখেন পালাবদল কমিটির সেক্রেটারী এপেঃ শরীফ আহমদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এপেঃ মোঃ আব্দুল বাছিত, আইডল অব এপেক্স পাঠ করেন এপেঃ এএফএম ফৌজি চৌধুরী এবং সবাই সম্মিলিত ভাবে জাতীয় সংগীত ও শুধুমাত্র এপেক্সিয়ানরা এপেক্স সংগীত পরিবেশ করেন। পরবর্তীতে সম্মানিত অতিথিবৃন্দদের পরিচিতি পর্ব, ফুলেল শুভেচ্ছা, আত্মপরিচয় ও শুভেচ্ছা অপারগতা পর্ব সম্পন্ন হয়। অনুষ্ঠানে ১ম পর্বে সভাপতিত্ব করেন ক্লাবের ২০১৫ বর্ষের প্রেসিডেন্ট এপেঃ শাহীন আহমদ, ২য় পর্বে সভাপতিত্ব করেন ২০১৬ বর্ষের ক্লাব প্রেসিডেন্ট এপেঃ ডাঃ হেমন্ত চন্দ্র পাল। উক্ত সময়ে এপেঃ শাহীন আহমদ ২০১৫ বর্ষের ক্লাব রির্পোট উপস্থাপন করেন। পরবর্তীতে তিনি এওয়ার্ড প্রাপ্তদের নাম ঘোষনা করেন তারা হলেন ২০১৫ বর্ষের বেষ্ট এপেক্সিয়ান এপেঃ শহীদুল ইসলাম তনয়, বেষ্ট লিডারশীপ এপেঃ তোফায়েল আহমদ ডালিম, বেষ্ট ভেল্যুয়েবল এপেঃ এএফএম ফৌজি চৌধুরী, বেষ্ট ফেলোশীপ এপেঃ আব্দুস সহিদ বাবুল, বেষ্ট ডায়নামিক এপেঃ ডাঃ হেমন্ত চন্দ্র পাল, বেষ্ট বোর্ড ডিরেক্টর এপেঃ শরীফ আহমদ ও এপেঃ মিঠুন চক্রবর্তী, বেষ্ট সিটিজেনশীপ এপেঃ আয়েশা আক্তার, বেস্ট কো-অপারেশন এপেঃ স্বপন কুমার দাস, বেস্ট অ্যাকটিভ ফ্লোর মেম্বার এপেঃ শফিউল আলম সৌরভ ও এপেঃ মোঃ জাহাঙ্গীর আলম, প্রেসিডেন্ট স্পেশাল এপেঃ এম এ জলিল ও এপেঃ মোঃ জুবায়ের আহমদ সুহেল। ১ম পর্ব শেষে সদ্য বিদায়ী ক্লাব সভাপতি এপেঃ শাহীন আহমদ, নতুন সভাপতি এপেঃ ডাঃ হেমন্ত চন্দ্র পালের নিকট দায়িত্ব হস্তান্তর করেন। অতঃপর ২০১৬ বর্ষের জেলা-৪ এর গর্ভনর এপেঃ জাহাঙ্গীর আলম ২০১৬ বর্ষের এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের বোর্ড ডিরেক্টরদের শপথ পাঠ করান।
এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের ৩৬তম পালাবদল সম্পন্ন
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাবস অব বাংলাদেশের ২০১৬ বর্ষের জাতীয় সভাপতি এপেঃ এড. রেজাউল ইসলাম। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন এপেক্স বাংলাদেশের জাতীয় সহ সভাপতি এপেঃ এড. সৈয়দ নুরুর রহমান, সাবেক জাতীয় সভাপতি এপেঃ মোঃ রমিজ উদ্দিন, সাবেক জাতীয় সভাপতি এপেঃ চন্দন দাস, ২০১৬ বর্ষের জাতীয় বোর্ডের কর্মকর্তাবৃন্দ এনআইআরডি এপেঃ আলহাজ্ব মোঃ সাদেকুল ইসলাম, জেলা গভর্নর-৪ এপেঃ জাহাঙ্গীর আলম, ক্লাব লাইফ মেম্বার এপেঃ উপাধ্যক্ষ এমদাদুল ইসলাম ভুট্টো, ক্লাব লাইফ মেম্বার এপেঃ উপাধ্যক্ষ ফরহাদ আহমদ। এছাড়াও সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন দি বাংলাদেশে এপেক্সিয়ানের এডিটর এপেঃ আহমদ জাকারিয়া, সাবেক জেলা গর্ভনর-৪ এপেঃ সৈয়দ মোয়াজ্জেম হোসেন শেবুল, এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের পিপি এপেঃ তোফায়েল আহমদ ডালিম প্রমুখ। উক্ত অনুষ্ঠানে জেলা-৪ সহ এপেক্স বাংলাদেশের বিভিন্ন ক্লাবের এপেক্সিয়ানবৃন্দরা উপস্থিত ছিলেন। এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের অন্যান্যদের মধ্যে যারা উপস্থিত ছিলেন তারা হলেন এপেঃ সুরমান আহমদ, এপেঃ শরীফ আহমদ, এপেঃ আবু মুসা খাঁন, এপেঃ জুবায়ের সুহেল, এপেঃ আয়েশা আক্তার, এপেঃ মোঃ সালেহ উদ্দিন, এপেঃ মোঃ আব্দুল বাছিত, এপেঃ আলী হোসেন, এপেঃ মোঃ আব্দুল জলিল, এপেঃ মোঃ আজিজুর রহমান, এপেঃ আলাউদ্দিন শামীম, এপেঃ শফিউল আলম সৌরভ, এপেঃ মোঃ জাহাঙ্গীর আলম, এপেঃ আলতাফ হোসেন সুমেল ও এপেঃ সুহেল আহমদ প্রমুখ। পরে অনুষ্ঠানের সেবা পর্বে ক্লাবের সেবা পরিচালক এপেঃ সুরমান আহমদ এর নেতৃত্বে সেবা পর্ব পরিচালিত হয়। ক্লাবের পিপি এপেঃ এএফএম ফৌজি চৌধুরীর সৌজন্যে একটি মসজিদের উন্নয়ন কাজে নগদ ১০০০০/- টাকা আর্থিক অনুদান, সিটিএস মন্দিরের গেইট নির্মানের কাজের জন্য ১০০০০/- টাকা আর্থিক অনুদান, এপেঃ শরীফ আহমদের সৌজন্যে একটি দুস্থ পরিবারে এক বস্তা চাল প্রদান করা হয়। তারপর অনুষ্ঠিত হয় অতিথিদের সম্মাননা প্রদান পর্ব। র‌্যাফেল ড্র পর্ব শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন ক্লাব পিপি এপেঃ শহীদুল ইসলাম তনয়। পরিশেষে আপ্যায়ন পর্ব শেষে এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের ৩৬তম পালাবদল অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।

Post a Comment

Previous Post Next Post