বিপজ্জনক হোয়াটস অ্যাপের গোপন 'গোল্ড ভার্সান'!

বিপজ্জনক হোয়াটস অ্যাপের গোপন 'গোল্ড ভার্সান'!
অনলাইন ডেস্কঃ গত কয়েকদিনে অনেকেই নিজেদের হোয়াটস অ্যাপে এমন মেসেজ পেয়েছেন যাতে বলা হয়েছে, হোয়াটস অ্যাপের একটি গোপন সংস্করণ বাজারে প্রচলিত রয়েছে যার নাম 'হোয়াটস অ্যাপ গোল্ড ভার্সন'। বলা হচ্ছে, এই গোল্ড ভার্সনটি আসলে হোয়াটস অ্যাপের একটি গোপন সংস্করণ। এটি নাকি কেবল সেলিব্রিটিরা ব্যবহারের সুযোগ পান। এই সংস্করণে নাকি অবিশ্বাস্য সব সুবিধা পাওয়া যায়, যেমন— ভিডিও কলিং, ভুল করে পাঠানো মেসেজ ডিলিট করার সুবিধা, একসঙ্গে ১০০টা ছবি পাঠানোর সুবিধা, বিনামূল্যে কল করার সুবিধা ইত্যাদি। হোয়াটস অ্যাপে এই মেসেজের সঙ্গেই পাঠানো হচ্ছে একটি লিঙ্ক, যেটির মাধ্যমে নাকি এই গোপন গোল্ড ভার্সনটি বিনামূল্যে ডাউনলোড করার সুযোগ পাওয়া যাবে।
প্রশ্ন হল, সত্যিই কি হোয়াটস অ্যাপের গোল্ড ভার্সন বলে কিছু রয়েছে? তথ্য-প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, পুরোটাই ভুয়া খবর। হোয়াটস অ্যাপের এ্ররকম কোনও গোপন ভার্সন নেই। এই মেসেজ সম্ভবত পাঠানো হচ্ছে হ্যাকারদের তরফ থেকে। যে ডাউনলোড লিঙ্কটি এই মেসেজের সঙ্গে পাঠানো হচ্ছে তাতে ক্লিক না করাই ভাল, কারণ ক্লিক করলে আপনার ফোন হ্যাক হওয়ার সম্ভাবনা থেকে যায়।

Post a Comment

Previous Post Next Post