যন্ত্রণা আর অবহেলায় মর্যাদাহীন ওদের জীবন

যন্ত্রণা আর অবহেলায় মর্যাদাহীন ওদের জীবন
এস আলম সুমন: “চা” আমাদের দৈনন্দিন জীবনে অপরিহার্য পানীয়। ঘুম থেকে ওঠার পর রাত অবধি এই পানীয় কমপক্ষে ৩ থেকে ৪ বার পানের অভ্যাস আছে সবার। আতিথেয়তা থেকে শুরু করে আড্ডার টেবিলে আনন্দঘন মুহূর্ত কাটাতে চায়ের বিকল্প নেই। হোক সেটা লিকার অথবা দুধ চা। কিন্তু সেই চা উৎপাদনে চা গাছের পরিচর্যা থেকে শুরু করে চা পাতা চয়ন, প্রক্রিয়াজাত ও বাজারজাত করণে যাদের অক্লান্ত পরিশ্রম করতে হয় সেসকল চা শ্রমিকদের কথা কতজনই বা ভাবি? সারাদিন পরিশ্রমের পর ৮০ টাকা থেকে ৮৫ টাকা পারিশ্রমিক পেয়ে মা-বাবা, সন্তানদের নিয়ে কোনরকমই দিন কাটাতে হয়। নেই নিজস্ব ভিটে মাটি, শিক্ষা ও স্বাস্থ্য সেবার ব্যবস্থা। কাজে না যেতে পারলে গুণতে হয় মাশুল। অনেক বাগানের শ্রমিকরা সারাদিন কাজ করেও সপ্তাহবারে (তলববার) পায়না তাদের পারিশ্রমিক। প্রতিবাদ জানালেও নেমে আসে বিপদ। যন্ত্রণা আর অবহেলায় মর্যাদাহীন ভাবে কাটে ওদের জীবন।
যন্ত্রণা আর অবহেলায় মর্যাদাহীন ওদের জীবন

যন্ত্রণা আর অবহেলায় মর্যাদাহীন ওদের জীবন

Post a Comment

Previous Post Next Post