জিয়ার সমাধিতে খালেদার শ্রদ্ধা

জিয়ার সমাধিতে খালেদার শ্রদ্ধা
অনলাইন ডেস্কঃ ৩৫তম শাহাদাৎ বার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানালেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার বেলা ১১ টায় রাজধানীর শেরেবাংলানগরস্থ জিয়াউর রহমানের সমাধিতে তিনি বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান এবং মোনাজাত করেন।
পাশাপাশি সমাধি প্রাঙ্গণে তিনি জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন। পরে রাজধানীর বিভিন্ন স্পটে প্রতিবছরের ন্যায় এবারও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ শুরু করেন ।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ১৯৩৬ সালের ১৯শে জানুয়ারি বগুড়া জেলার বাগবাড়ী গ্রামে জন্ম গ্রহণ করেন। তার বাবার নাম ছিল মনসুর রহমান এবং মা জাহানারা খাতুন ওরফে রানী। পাঁচ ভাইয়ের মধ্যে জিয়াউর রহমান ছিলেন দ্বিতীয়। ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন তিনি। জিয়াউর রহমান চার বছর বাংলাদেশ শাসন করার পর ১৯৮১ সালের ৩০শে মে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে নিহত হন।

Post a Comment

Previous Post Next Post