অনলাইন ডেস্কঃ
প্যারিস থেকে কায়রো যাওয়ার পথে গত বৃহস্পতিবার ৬৬ জন আরোহীসহ সাগরে
বিধ্বস্ত হয় ইজিপ্ট এয়ারের একটি যাত্রীবাহি বিমান। বিধ্বস্তের কয়েক মিনিট
আগে বিমানটির কেবিনে বেজে উঠেছিল ধোঁয়ার সংকেত। দ্য এভিয়েশন হেরাল্ড-এর
রিপোর্ট বলছে বিমান থেকে শেষ সংকেত পাঠানোর মিনিট খানেক আগে বিমানটির
টয়লেট এবং বৈদ্যুতিক যন্ত্রাংশের অংশ থেকে ধোঁয়া সনাক্ত হয়। বিশ্বজুড়ে
যাত্রীবাহী বিমানগুলোর গতিপথ পর্যবেক্ষণ করে নানা সমস্যা ও বিপদ সংক্রান্ত
তথ্য দিয়ে থাকে এভিয়েশন হেরাল্ডের ওয়েবসাইট। তাদের দাবি, এয়ারক্রাফট
কমিউনিকেশন অ্যাড্রেসিং এ্যান্ড রিপোর্টিং সিস্টেমের মাধ্যমে তারা এই তথ্য
উদ্ধার করেছে। তবে ধোঁয়ার কারণ কোনো বৈদ্যুতিক শর্ট সার্কিট কিংবা
যান্ত্রিক ত্রুটি নাকি কোনো বিস্ফোরণ- তা নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধার
তৎপরতা চালনাকারী কর্তৃপক্ষের মতে বিমানটির ব্ল্যাক বক্সের খোঁজ না পাওয়া
পর্যন্ত বিধ্বস্ত হবার মূল কারণ জানা সম্ভব নয়। ব্ল্যাক বক্সে বিমানের
ককপিটে হওয়া সর্বশেষ কথোপকথন রেকর্ড হয়ে থাকে। ইতোমধ্যে আলেকজান্দ্রিয়া
উপকূল থেকে প্রায় ২৯০ কিলোমিটার উত্তরে ভূমধ্যসাগরে বিমানটির আরও কিছু
ধ্বংসাবশেষ, আরোহীদের জিনিষপত্র এবং মানুষের শরীরের ছিন্ন অংশ ভাসতে দেখা
গেছে।