কুলাউড়ায় নিখোঁজ স্কুল ছাত্রের লাশ উদ্ধার

কুলাউড়ায় নিখোঁজ স্কুল ছাত্রের লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টারঃ কুলাউড়ায় একদিন নিখোঁজ থাকার পর পারভেজ আলী (১৫) নামে এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের হরিপুর গ্রামরে চেরাগ আলীর পুত্র। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকাল ৯টার পর তেলিবিল উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র বাড়ি থেকে বেরিয়ে যায়।পরে সে বাড়িতে না ফেরায় অনেক খোঁজাখুজির পর বিকেলে এলাকায় মাইকিং করানো হয়। পরে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পাশ্ববর্তী শরীফপুর গ্রামের শায়েস্তা মিয়ার বাড়ির পাশে একটি ডোবায় তার মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা কুলাউড়া থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দুপুর ১২ টার দিকে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করে।
কুলাউড়া থানার ওসি (তদন্ত) সাইফুল আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্তক্রমে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Post a Comment

Previous Post Next Post