![]() |
কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু (প্রতীকী ছবি) |
স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে দিপু মিয়া (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার কাদিপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে। কুলাউড়া রেলওয়ে থানার এএসআই বিষ্ণু চন্দ্র বর্মন জানান, কুলাউড়া বিহালা এলাকায় ২৩ মে সোমবার সকাল ১০টার দিকে সিলেট থেকে ঢাকা গামী আন্তঃনগর জয়ন্তিকা ট্রেনে কাটা পড়ে দিপুর মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। এসময় লাশের পাশে তাঁর ব্যবহৃত মোবাইল ফোন পাওয়া যায়। আত্মহত্যা নাকি দুর্ঘটনা সেব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আজম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনী প্রক্রিয়া শেষে তাঁর মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।