কুলাউড়ায় পানি সাশ্রয়ী প্রযুক্তি বিষয়ক কৃষক মাঠ দিবস উৎযাপন

কুলাউড়ায় পানি সাশ্রয়ী প্রযুক্তি বিষয়ক কৃষক মাঠ দিবস উৎযাপন
স্টাফ রিপোর্টারঃ পানি সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহার নিয়ে মৌলভীবাজারের কুলাউড়ায় কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ১২ এপ্রিল মঙ্গলবার সকালে সেচ ও পানি ব্যবস্থাপনা কেন্দ্র পল্লি উন্নয়ন একাডেমী বগুড়া কর্তৃক আয়োজিত এ মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজিপুর পানি সাশ্রয়ী কৃষক দলের সভাপতি সাদিক আহমেদ চৌধুরী। এসময় পানি সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহার এবং প্রযুক্তি ব্যবহারে লাভের বিষয়গুলি প্রায় ১৫০ জন কৃষকের মাঝে সরেজমিনে দেখানো এবং বুঝানো হয়। এ সময় বক্তব্য রাখেন, পল্লী উন্নয়ন একাডেমীর সহকারী পরিচালক কৃষিবিদ মোজাহারুল হক, জাদিক হায়দার চৌধুরী, রেজাউল করিম চৌধূরী, সুমন্ত গোপাল দত্ত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেজাউল করিম। কৃষিবিদ মোজাহারুল হক বলেন, ২৩ বিঘা জমিতে পানি সাশ্রয়ী আধুনিক প্রযুক্তি প্রদশর্নী বাস্তবায়ন করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post