দাবদাহে পুড়ছে দেশ, বৃষ্টির জন্য হাহাকার

দাবদাহে পুড়ছে দেশ, বৃষ্টির জন্য হাহাকার
নিউজ ডেস্কঃ সপ্তাহ জুড়ে চলা তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন। চুয়াডাঙ্গায় হিটস্ট্রোকে ১ জনের মৃত্যু হয়েছে। ঘরে বাইরে কোথাও মিলছে না স্বস্তি। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে তাপ প্রভাবের কারণে এই তীব্র গরম অনুভূত হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এক সপ্তাহের মধ্যে তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দিন আর রাত নেই। তীব্র গরমের অসহনীয় কষ্ট এখন ঢাকাবাসীর নিত্য সঙ্গী। দিনে মাথার উপর তপ্ত সূর্য আর রাতে ঘরের মধ্যে গরম বাতাসের ভ্যাপসা অনুভূতি। স্বস্তি নেই কোথাও। গত এক সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রার গড় যেখানে ৩৬ থেকে ৩৭ ডিগ্রী সেলসিয়াস সেখানে সর্বনিম্ন তাপমাত্রার গড় ২৮-২৯ ডিগ্রী সেলসিয়াস। অর্থাৎ রাত আর দিনের তাপমাত্রার পার্থক্য মাত্র ৭ থেকে ৮ ডিগ্রী। আবহাওয়া অফিস বলছে, নগরবাসীকে এই পরিস্থিতি সহ্য করতে হতে পারে সপ্তাহ খানেক। আর এই সময়ের মধ্যে বৃষ্টির দেখা মেলার সম্ভাবনাও কম। আবহাওয়া অফিসের তথ্যে আরো দেখা যায়, গত বছরে একই সময়ে গড় যে তাপমাত্রা ছিল, এবছর তা গড়ে ৫ থেকে ৬ ডিগ্রী বেশি। এদিকে, শুধু রাজধানীতেই নয়, সারাদেশে দাবদাহের চিত্র একইরকম। কাঠফাটা রোদে বিপর্যস্ত হয়ে পড়েছে সব শ্রেণির মানুষের জীবনযাত্রা। দাবদাহ থেকে পরিত্রাণ পেতে বৃষ্টির জন্য রাজশাহীতে বিশেষ নামাজ আদায় করেছেন মুসল্লিরা।

Post a Comment

Previous Post Next Post