নিউজ ডেস্কঃ রাজনগর উপজেলায় বজ্রপাতে ফরিজা বেগম (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ১৬ এপ্রিল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কামারচাক ইউনিয়নের মশাজান গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পারিবারিকসূত্রে জানা যায়, সন্ধ্যায় ঝড়োবৃষ্টির সময় নিহত ফরিজা বেগম উপজেলার মশাজান গ্রামের আইয়ুব মিয়ার স্ত্রী ফরিজা বেগম তার ২ ছেলের জন্য ঘরের বারান্দায় অপেক্ষা করছিলেন। এসময় আচমকা বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজনগর থানার এসআই আশরাফুল আলম জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।