জুড়ি সংবাদদাতাঃ মৌলভীবাজারের জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান হাজী মাছুম রেজাকে ৯ এপ্রিল শনিবার জুড়ী উপজেলা গৌরীপুর সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে সংবার্ধনা প্রদান করা হয়। ক্লাবের সভাপতি সেজু মিয়ার সভাপতিত্বে ও সেবুল আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নবনির্বাচিত চেয়ারম্যান হাজী মাছুম রেজা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যবসায়ী মিজানুর রহমান খোকন, জায়ফরনগর ইউনিয়ন বিএনপি সভাপতি আনছার আলী, বিশিষ্ট সমাজ সেবক আনোয়ারুল হক আনু, মাওলানা আব্দুল আজিজ। অন্যান্যদের মধ্যে ছিলেন সংঘটনের সহ-সভাপতি তৈমুছ আলী, সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সহ-সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক সিদ্দেক আলী, মোঃ ইয়াসিন আলী, ফয়ছল আহমদ, ইমরুল ইসলাম, আবুল কালাম, জনি মিয়া, জুবায়ের আহমদ, মোমিনুল হক, রাজু আহমদ, মোসলিম উদ্দিন, এনামুল হক, বাবলু মিয়া, আক্তার হোসেন, রিহান আহমদ, লেচু মিয়া, সুজন আহমদ প্রমুখ।