কুলাউড়া প্রবাসীদের সংবর্ধনা

কুলাউড়া প্রবাসীদের সংবর্ধনা
এম শাহবান রশীদ চৌধুরী: কুলাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আসম কামরুল ইসলাম বলেছেন, প্রবাসীরা আমাদের গর্ব। সরকারের পাশাপাশি দেশে-বিদেশে অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীরা অগ্রনী ভূমিকা পালন করছেন। প্রবাসীরা স্থানীয় উন্নয়ন খাতে বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা, সেনিটেশনসহ বিভিন্ন সেবামুলক উন্নয়নে তাদের অবদান প্রসংশিত। কুলাউড়া ও জুড়ি উপজেলার বিভিন্ন দেশে বসবাসকারী প্রবাসীদের রোববার উপজেলা চেয়ারম্যান হলরুমে দেয়া এক সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সংবর্ধনা অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী ও সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখশ, মানব ঠিকানার বার্তা সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, সংবর্ধিত অতিথি যুক্তরাষ্ট্রের বিশিষ্ট কমিউনিটি নেতা মোঃ সামছুল ইসলাম ও গিয়াস মিয়া, যুক্তরাজ্য প্রবাসী জালাল মিয়া, ফ্রান্স প্রবাসী সাংবাদিক মোঃ লৃৎফুর রহমান বাবু, কাতার প্রবাসী রফিকুল ইসলাম মামুন ও রহমত আলী, কুয়েত প্রবাসী ফরিদ বখ্শ সোহেল, সিঙ্গাপুর প্রবাসী সাংবাদিক আক্তারুল আলম রুবেল, সাংবাদিক আব্দুল মোক্তাদির, হাবিবুর রহমান ফজলু, সেলিম আহমদ প্রমুখ। পরে প্রধান অতিথি আসম কামরুল ইসলাম সংবর্ধিত প্রবাসীদেরকে ফুলের তোড়া ও স্বাধীনতা স্মারক প্রদান করেন।

Post a Comment

Previous Post Next Post