স্টাফ রিপোর্টারঃ সাপ্তাহিক সীমান্তের ডাকের উদ্যোগে রাশিদ আলী ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসাইন আনুর পক্ষ থেকে টিবওয়েলের জন্য নগদ ৫ হাজার টাকা প্রদান করা হয়। ১০ এপ্রিল রবিবার দুপুরে সীমান্তের ডাক কার্যালয়ে টিলাগাও ইউনিয়নের বিজলী গ্রামের মোঃ আব্দুল্লাহকে এ অর্থ প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল,সীমান্তের ডাকের সিনিয়র রিপোর্টার মোক্তাদির হোসেন, সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক শরীফ আহমদ, সীমান্তের ডাকের চীফ রিপোর্টার এস আলম সুমন, উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক সামছুল ইসলাম, ব্যবসায়ী হাজী ফয়জুর রহমান, মিন্টু কুমার দাস, রিপন ভট্রাচার্য্য, সীমান্তের ডাকের অফিস সহকারী তসিম হাসান প্রমুখ।