স্টাফ রিপোর্টারঃ কুলাউড়ায় দেশ ও প্রবাসের সাবেক ক্রিকেটারদের অংশ গ্রহনে প্রবাস বাংলা টি-২০ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। দেশের সাবেক ক্রিকেটারদের নিয়ে বাংলা একাদশ এবং দেশের সাবেক ক্রিকেটার যারা বর্তমানে প্রবাসে অবস্থান করছেন তাদেরকে নিয়ে প্রবাসী একাদশ গঠন করা হয়। উভয় দল নিয়ে গত ৯ এপ্রিল কুলাউড়া নবীনচন্দ্র মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এই ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলাকে কেন্দ্র করে দেশ প্রবাসের সাবেক ক্রিকেটারদের মিলন মেলা বসে কুলাউড়া নবীন চন্দ্র খেলার মাঠে। এই প্রীতি ম্যাচকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করে। খেলা শুরুর আগে সংক্ষিপ্ত অনুষ্ঠানিকতায় অংশ নেন কুলাউড়া উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক দুই সাধারণ সম্পাদক রাধেশ্যাম রায় চন্দন ও এনামুল ইসলাম এনাম এবং বর্তমান সহ-সভাপতি মইনুল ইসলাম শামীম। তারা এই ব্যতিক্রমী আয়োজনে সন্তোষ প্রকাশ করে বলেন এই আয়োজন কুলাউড়ার ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করার পাশাপাশি প্রবাসী এবং দেশে অবস্থানরত খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের মধ্যে সেতু বন্ধন তৈরী হবে। খেলায় প্রবাসী একাদশ ৫ উইকেটে জয়লাভ করে।