স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি, নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও বিশিষ্ট আইনজীবি অ্যাডভোকেট সৈয়দ কামাল উদ্দিন আহমদের জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় কুলাউড়া নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত জানাজার নামাজে জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন আহমদ, মৌলভীবাজার ২ আসনের সংসদ সদস্য আব্দুল মতিন, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক আজিজুর রহমান, সাবেক এমপি এম এম শাহিন, কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, মৌলভীবাজার জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, সিলেট মহানগর আ’লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল প্রমুখ উপস্থিত ছিলেন। রাত সাড়ে ৮টায় উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের তাঁর নিজের গ্রামে নর্তনে ২য় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। প্রবীণ এই রাজনৈতিক ব্যাক্তির মৃত্যুতে কুলাউড়ার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
প্রসঙ্গত, অ্যাডভোকেট সৈয়দ কামাল উদ্দিন আহমদ (৭০) ১৯ এপ্রিল মঙ্গলবার বেলা ১১টা ১৪ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় সিলেটের নুরজাহান হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দির্ঘদিন ধরে লিভার ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, চার মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
প্রসঙ্গত, অ্যাডভোকেট সৈয়দ কামাল উদ্দিন আহমদ (৭০) ১৯ এপ্রিল মঙ্গলবার বেলা ১১টা ১৪ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় সিলেটের নুরজাহান হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দির্ঘদিন ধরে লিভার ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, চার মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।