রাজনগর প্রতিনিধিঃ রাজনগরে চোরাই গরুসহ একজনকে আটক করেছে পুলিশ। জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে রাজনগর থানার অফিসার ইনচার্জের নির্দেশে এসআই আজিজ ৯ এপ্রিল শনিবার রাজনগর উপজেলার হরিহরপুর গ্রাম থেকে চোরাই গরুসহ ঢেপলউড়া গ্রামের মৃত সাজিদ মিয়ার পুত্র মো ফারুক মিয়াকে আটক করেন। আটককৃত ফারুকের বিরুদ্ধে রাজনগর থানার পুলিশ বাদী হয়ে মামলা (নং-০৪/ তারিখ ঃ- ০৯/০৪/২০১৬ইং) দায়ের করেছে। চোরাই গরুসহ ফারুককে আটক এর সত্যতা নিশ্চিত করে এসআই আজিজ জানান ফারুককে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। গরুর প্রকৃত মালিক এখনও পাওয়া যায়নি। গরুটি বর্তমানে থানায় রয়েছে। অন্যান্য চোরদেরর শনাক্তকরন এর জোর চেষ্টা চলছে।