নিউজ ডেস্কঃ কুলাউড়া উপজেলা প্রশাসনের উদ্দোগে আসন্ন ১লা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপনের লক্ষে ইউএনও তাহসিনা বেগম এর সভাপতিত্বে বুধবার এক প্রস্তুতি সভা পরিষদ মিলনায়তনে অনুষ্টিত হয়েছে। বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্টান, সাংবাদিকসহ সরকারী কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্টিত সভায় ১লা বৈশাখের সকাল ১০টায় এক বণ্যাঢ্য র্যালী, জনমিলনকেন্দ্রে সাংস্কৃতিক অনুষ্টান এবং পিঠা উৎসব, পান্তা ভাত, শিশুদের উপকরনসহ বিভিন্ন ষ্টল নিয়ে দিনব্যাপী বৈশাখী মেলার সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া সভায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ আলমগীর হোসেনকে আহ্বায়ক করে শোভাযাত্রা কমিটি ও উপজেলা শিক্ষা অফিসার মোঃ শরীফ উল ইসলামকে আহ্বায়ক করে সাংস্কৃতিক কমিটি গঠন করা হয়।