নিউজ ডেস্কঃ কুলাউড়া ফায়ার ব্রিগেড শুক্রবার রেল লাইনের পার্শ্ব থেকে অজ্ঞাত পরিচয় এক অজ্ঞান যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্ত্তি করেছে। কুলাউড়া উপজেলা হাসপাতাল সুত্রে জানা যায় কুলাউড়া ফায়ার ব্রিগেড লংলা-টিলাগাও রেল লাইনের পার্শ্ব থেকে অজ্ঞান যুবককে উদ্ধার করে শুক্রবার সকাল ১১টায় কুলাউড়া হাসপাতালে ভর্ত্তি করে। গত দু’দিন যাবৎ সে হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় তার জ্ঞান ফিরে না আসায় তার কোন পরিচয় জানা যাচ্ছেনা। উদ্ধারের সময় তার পরনে সার্ট-প্যান্ট ছিল। তার গায়ের রং শ্যামলা। কুলাউড়া ফায়ার ব্রিগেডের ইনচার্জ দেওয়ান আলী জানান খবর পেয়ে তারা অজ্ঞাত পরিচয় অজ্ঞান যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্ত্তি করে।