দক্ষিণ আফ্রিকায় নিহত ২ বাংলাদেশির লাশ দেশে পৌঁছেছে

দক্ষিণ আফ্রিকায় নিহত ২ বাংলাদেশির লাশ দেশে পৌঁছেছে
অনলাইন ডেস্কঃ দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তের হামলায় নিহত দুই প্রবাসী বাংলাদেশির লাশ দেশে এসে পৌঁছেছে। বুধবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিহতদের লাশ এসে পৌঁছায়। নিহতরা হলেন, লক্ষ্মীপুরের রায়পুরা থানার গোফরান উদ্দিন ভূঁইয়া ও মুন্সীগঞ্জের মো. স্বপন। নিহতের গোফরান উদ্দিনের স্বজনরা জানান, নিজ ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করার সময় দুর্বৃত্তরা গোফরানকে গুলি করে পালিয়ে যায়। অন্যদিকে নিহত স্বপনের স্বজনরা দাবি করেন, প্রবাসী বাঙালীর সাথে আর্থিক লেনদেনকে কেন্দ্র করে স্বপনকে হত্যা করা হয়। দুটি হত্যাকাণ্ডেই বিদেশিদের ব্যবহার করা হয়েছে বলেও দাবি স্বজনদের।

Post a Comment

Previous Post Next Post