নিউজ ডেস্কঃ কুলাউড়া উপজেলায় ২৩ এপ্রিল আসন্ন ইউপি নির্বাচনে ৬নং কাদিপুর ইউনিয়নে বিএনপি মনোনিত চেয়ারম্যান পদপ্রাথী মোঃ হাবিবুর রহমান সালাম এর প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন তরা হয়েছে। ৯ এপ্রিল সন্ধ্যায় কাদিপুরস্থ পেকুর বাজারে এ উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়। এলাকার বিশিষ্ট মুরব্বি মোঃ আব্দুল লতিফ চৌধুরী (দেওয়ান) এর সভাপতিত্বে ও কুলাউড়া উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সৈয়দ তফজ্জুল ইসলাম (তফই),এর পরিচালনায় অনুষ্টিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে বক্তব্য রাখেন বেগম খালেদা জিয়ার মনোনীত প্রার্থী ও সাপ্তাহিক মানব ঠিকানা পরিচালক বিশিষ্ঠ সমাজসেবক হাবিবুর রহমান ছালাম।
এছাড়াও বক্তব্য রাখেন পেকুর বাজার বনিক সমিতির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল গনী শাইস্তা মিয়া, মাওলানা মোঃ রফিক আহমদ, হাজী মোঃ লুকমান হোসেন, ছকাপন স্কুল এন্ড কলেজের শিক্ষক আজিজুল ইসলাম শেফুল, হাফিজ দেলোয়ার হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক আব্দুল হাকিম (নবেল), লোকমান হোসেন, আলিম উদ্দিন, জাবেদ আহমদ, আব্দুল আজিজ রিপন, এমাদ উদ্দিন লিমন, শাহাব উদ্দিন, মোঃ ছায়ফুল আহমেদ, মজমিল আলী, আব্দুল আলী, শিবলু আহমেদ, রোমেন আহমেদ, ফয়ছলুর রহমান সুমন প্রমুখ। অনুষ্টানে মোনাজাত পরিচালনা করেন ক্বারী ছল্লুক আহমদ।
অফিস উদ্ভোধন শেষে সকলে দলমত নির্বিশেষে ২৩ এপ্রিল আসন্ন নির্বাচনে মোঃ হাবিবুর রহমান ছালামের ধানের শীষ প্রতিকের জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।