মুস্তাফিজ তুমি ইংরেজি শিখ না!

মুস্তাফিজ তুমি ইংরেজি শিখ না!
আমিনুল ইসলাম: মুস্তাফিজ তুমি ইংরেজি শিখ না। তুমি বাংলায় কথা বল। ভালো বাংলা শিখ। উন্নত বাংলা শিখ। তোমাকে ইংরেজিতে বলতে হবে কেন? যাদের প্রয়োজন তারা বাংলা শিখবে। শিখতে শুরু করেছে। তোমার ভাষা ক্রিকেট তোমার ভাষা বোলিং। তোমার বোলিং আজ ক্রিকেট অভিধানে নতুন নতুন মাত্রা যোগ করছে। তোমার কাটার, অফ কাটার, সুইং-এর কাঁটার আঘাতে আজ জর্জরিত ঝানু ঝানু ব্যাটসম্যান। তোমার দুর্বোধ্য বোলিংয়ে আজ নাভিশ্বাস উঠেছে দাপুটে ব্যাটসম্যানদের। অসহায়ের মতো তাকিয়ে থাকে ব্যাটসম্যানরা। হুমড়ি খেয়ে পড়ে উইকেটের সামনে। তোমাকে কেউ বুঝতে পারে না, আন্দাজ করতে পারে না তোমার বোলিংয়ের গতি-প্রকৃতি। এখানেই তোমার সাফল্য, এখানেই তোমার বিজয়। বিজয়ী বীর সামনে এগিয়ে যায়। ভাষা তার পথে বাধা সৃষ্টি করতে পারে না। তোমার ইংরেজি শেখার প্রয়োজন নেই, তুমি শিখবে তোমার জাদুকরী বোলিং উৎকর্ষতা সাধনের নানা কলাকৌশল। আগামী দিনে ক্রিকেট বিশ্ব শাসনের প্রস্তুতি নিতে হবে তোমাকে, দেখিয়ে দিতে হবে বাঙালির ছেলে কি না পারে। পর পর ৯টি ডট বল নয়, তোমাকে শিখতে হবে কীভাবে পর পর ৯০টি ডট বল করা যায়। ৩ ওভারে ৩ রান নয় তোমাকে দিতে হবে ৩০ ওভারে ৩ রান। লক্ষ্য থাকবে উইকেট বেশি রান কম। তোমার সব মনোযোগ, সব অনুশীলন, সব প্রচেষ্টা শুধু বোলিংয়ের উৎকর্ষতা সাধনের জন্যই সীমাবদ্ধ থাকবে। তোমার ইংরেজি শেখার প্রয়োজন নেই। তুমি ক্রিকেট শিখ, আরও দুর্বোধ্য বোলিং শিখ। তুমি ক্রিকেটের রাজা হও। বোলিংয়ের রাজা হও। তুমি নিশ্চিন্তে তোমার খেলা চালিয়ে যাও। গত কদিনের সব বাংলা দৈনিকে তোমার ছবি, টেলিভিশনগুলো তাদের ক্রীড়া সংবাদে তোমার জন্য বরাদ্দ করে আলাদা সময়। ভারতের মিডিয়ায় তোমার জয়জয়কার। ভারতে তুমি আজ আলোচনার কেন্দ্রবিন্দু। তোমার প্রাণের ভাষা শিখছে টম মুডি, লক্ষণসহ আরও অনেকে। মনে রাখবে প্রজারা শিখে রাজার ভাষা, শাসিত শিখে শাসকের ভাষা, ভৃত্য শিখে মনিবের ভাষা, শিষ্য শিখে গুরুর ভাষা। মোগল আমলে এ ভূখণ্ডের মানুষ শিখেছিল ফার্সি ভাষা। ইংরেজ আমলে শিখেছিল ইংরেজি ভাষা। এখন চলছে ‘বাংলা আমল’। তাই তোমার আর কষ্ট করে ইংরেজি শেখার প্রয়োজন নেই। লেখক : সাবেক প্রধান তথ্য কর্মকর্তা, ঢাকা।

Post a Comment

Previous Post Next Post