কুলাউড়ায় ঠিকাদারদের সংবাদ সম্মেলন; উপজেলা সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নিতির অভিযোগ

কুলাউড়ায় ঠিকাদারদের সংবাদ সম্মেলন
তারেক হাসানঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা সমাজসেবা অধিদফতরের ৭২লাখ টাকার টেন্ডার নিয়ে নানা অনিয়ন দূর্নিতির অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছেন সংশ্লিষ্ট ঠিকাদররা। গতকাল ২০ এপ্রিল বুধবার সকাল সাড়ে ১১টায় স্থানিয় একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে ঠিকাদারদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন জামাল উদ্দিন আহমদ কুলাউড়া ঠিকাদারি প্রতিস্টানের স্বত্বাধিকারি ১ম শ্রেণীর ঠিকাদার রুবেল আহমদ। লিখিত বক্তব্যে বলা হয় উপজেলার বিভিন্ন চা বাগানের চা শ্রমিক পরিবারে প্যাকেটজাত খাদ্য ও আনুসাংগিক দ্রব্যাদি সরবরাহের জন্য দরপত্র আহবান করা হয়। গত ২৩ মার্চ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী আফিসার ও দরপত্র আহবানকারি সদস্যবৃন্দ এবং অংশগ্রহনকারি সকল ঠিকাদারের উপস্থিতিতে দরপত্র খোলা হয়। উক্ত দরপত্রে সর্বনিম্ন দরদাতা হন জামাল উদ্দিন আহমদের ঠিকাদারি প্রতিস্টান। দরপত্র খোলার পর সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা দরপত্রের সিদ্ধান্ত জানাতে গড়িমসি করেন। অভিযোগে আরো বলা হয় বিভিন্ন প্রতিস্টানের কাগজ পত্র যাচাই বাচাইয়ের অযুহাতে ২৬দিন অতিবাহিত কারার পর উপজেলা পরিষদের চেয়ারম্যানের যোগসাজসে ৬লাখ টাকার বিনিময়ে গত শনিবার (১৬/০৪) অফিস বন্ধের দিন সর্বনিম্ন দরদাতাকে কর্যাদেশ না দিয়ে ৪নং দরদাতাকে কর্যাদেশ দেয়ার বিভিন্ন কৌশল অভলম্বন করেছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নেহার বেগম ঠিকাদারদের অভিযোগের সংগে একাত্মতা জানিয়ে বলেন সমাজসেবা ও মুক্তিযোদ্ধা স্টেন্ডিং কমিঠির সভাপতি হওয়া স্বত্তেও এ ব্যাপারে তাকে কিছুই জানানো হয়নি। এ ব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম জানান সমাজসেবা অধিদফতরের টেন্ডারের ব্যাপারে তার কোন সম্পৃক্ততা নেই।

Post a Comment

Previous Post Next Post