কুলাউড়ায় হাকালুকি জীবিকায়ন উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

কুলাউড়ায় হাকালুকি জীবিকায়ন উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা
স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া উপজেলায়০৪এপ্রিল সোমবার দুপুরে আন্তর্জাতিক দাতা সংস্থা অক্সফাম এর সহায়তায় এবং এনজি সংস্থা প্রচেষ্টা কর্র্র্তৃক বাস্তবায়িত হাকালুকি জীবিকায়ন উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা উপজেলা পরিষদসভা কক্ষে অনুষ্টিত হয়। কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) তাহসিনা বেগমের সভাপতিত্বে ও হাকালুকি জীবিকায়ন উন্নয়ন প্রকল্পের ফ্যাসিলেটর মোঃ সোহেল আহমদের পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ শরিফ উল ইসলাম, যুব উন্নয়ন অফিসার মোঃ আব্দুল মতলিব, মহিলা বিষয়ক অফিসার সেলিনা ইয়াছমিন, সমাজসেবা অফিসার কল্লোল সাহা, প্রচেষ্টার সহকারী পরিচালক মোনায়েম খান, হাকালুকি জীবিকায়ন উন্নয়ন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার ফেরদৌস আহমদ, কুলাউড়া প্রেসক্লাব সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখ্শ, সাংবাদিক আজিজুল ইসলাম, প্রকল্পের উপকারভোগী জোসনা বেগম ও রুলি বেগম প্রমুখ । উল্লেখ্য হাকালুকি জীবিকায়ন উন্নয়ন প্রকল্পটি মার্চ ২০১৩ সাল থেকে গত ৩১ মার্চ ২০১৬ ইং পর্যন্ত মেয়াদে বিভিন্ন উন্নয়নমূলক ও সচেতনতা, বিভিন্ন সমিতিকে ঋন, পানির টিউবওয়েল প্রদান, সমিতির সদস্যদেরকে প্রশিক্ষন দেয়া হয় ।

Post a Comment

Previous Post Next Post