কাতারস্ত কুলাউড়া কল্যান সমিতির সাধারণ সভা ২০১৬ সম্পন্ন

কাতারস্ত কুলাউড়া কল্যান সমিতির সাধারণ সভা ২০১৬ সম্পন্ন
মিছবাহ উদ্দীন: গত ১৪ই এপ্রিল রোজ বৃহঃপ্রতিবার দোহার খামিছ জুম্মা মার্কেটস্ত তুবা রেষ্টুরেন্টের দ্বিতীয় তলায় কুলাউড়া কল্যান সমিতি কাতারের ২০১৬ সালের সাধারণ সভা সম্পন্ন হয়েছে। । সম্পাদক রমজান আলীর পরিচালনায় সভাপতি আজিজুর রহমান মুক্তারের সভাপতিত্বে উক্ত সভা কুরআনুল কারিম তেলাওয়াতের মধ্য দিয়ে সূচনা হয়,কুরান তেলাওয়াত করেন মাও:ফয়জুর রহমান, সংগীত পরিবেশন করেন শাহীর আহমদ,  শুভেচ্ছা বক্তব্য রাখেন- সমিতির পরিষদ সদস্য মশাহিদ আলী,আব্দুস সালাম, হানিফ খান ও সহ-সেক্রেটারি মোঃ মিছবাহ উদ্দীন । বিশেষ বক্তব্য রাখেন সম্পাদক রমজান আলী, সহসভাপতি আব্দুর রব বাগদাদী,বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা রুহামা সমিতি কাতারের উপদেষ্টা জনাব হাফিজ লিয়াকত আলী, উক্ত সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন কুলাউড়ার বিশিষ্ট সমাজ সেবক জনাব ইঞ্জিনিয়ার আব্দুল মুকিত সাহেব। বক্তারা এসময় উপস্থিত শতাধিক কুলাউড়া বাসীদের উদ্দেশ্যে বলেন আমরা অসহায়, গরিব, সুবিধা বঞ্চিত, ও কর্মসংস্থানের ব্যবস্থা সহ কুলাউড়াকে একটি মডেল কুলাউড়ায় রুপ দেওয়ার আশা নিয়ে সকলের সহযোগিতা চাচ্ছি । আমরা মনে করি সম্মিলিত প্রচেষ্টাই কুলাউড়া কে একটি মডেল কুলাউড়ায় রুপান্তর করা সম্ভব হবে। সভাপতি জনাব আজিজুর রহমান মুক্তারের সমাপনী বক্তব্যে তিনি উল্লেখ করে বলেন আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের প্রতি সহযোগিতার হাত ভাড়িয়ে দিতে চাই,তিনি এও উল্লেখ করেন যে,যদি কেউ দেশে যাবার জন্য টিকেট এর টাকা সংগ্রহ করতে অক্ষম হন সেসকল ব্যক্তিদের কে আমরা সহযোগিতা করব সে যদি হিন্দু কিংবা বিজাতীয় হয়, কুলাউড়ায় বসবাসকারী সকলের জন্য আমাদের সমিতি উন্মুক্ত রয়েছে। আমরা কুলাউড়ার সার্বিক কল্যান মূলক কাজ করার মন মানুষিকতা নিয়েই এই সমিতির যাত্রা শুরু করেছি। তাই সকলের প্রতি আমার আহব্বান যার যার অবস্থান থেকে সকলেই কল্যানের কাজে এগিয়ে আসুন। মোনাজাত ও রাতের খাবারের মধ্যমে উক্ত প্রোগ্রাম সমাপ্ত হয়।
বিঃদ্রঃ ২০০৭ সালের প্রথম দিকে কুলাউড়া কল্যান সমিতি কাতার এর প্রতিষ্টা লাভ করেছিল প্রতিষ্ঠাতা সভাপতি কাতারের বিশিষ্ট ব্যবসায়ী জনাব আজিজুর রহমান মুক্তার সাহেবের ঘরে পাচ সদস্য বিশিষ্ট কমিটির মধ্য দিয়ে।
কাতারস্ত কুলাউড়া কল্যান সমিতির সাধারণ সভা ২০১৬ সম্পন্ন
কাতারস্ত কুলাউড়া কল্যান সমিতির সাধারণ সভা ২০১৬ সম্পন্ন

Post a Comment

Previous Post Next Post