মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসককে প্রবাসের প্রহরের বিশেষ সংখ্যা প্রদান

 মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসককে প্রবাসের প্রহরের বিশেষ সংখ্যা প্রদান
নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক, সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানকে প্রবাসের প্রহরের বিশেষ সংখ্যা প্রদান করা হয়েছে। ২৫ এপ্রিল সোমবার দুপুরে জেলা পরিষদের কার্যালয়ে এই বিশেষ সংখ্যা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন প্রবাসের প্রহরের বার্তা সম্পাদক মাহফুজ শাকিল, আমার কুলাউড়ার প্রতিষ্ঠাতা সম্পাদক মোঃ জীবন রহমান, প্রবাসের প্রহরের নিজস্ব প্রতিবেদক নাজমুল বারী সোহেল, আমার কুলাউড়ার ফিচার এডিটর আল শাহরিয়ার। সবশেষে সবার উপস্থিতিতে প্রবাসের প্রহরের পক্ষ থেকে একটি সম্মাননা স্মারক আজিজুর রহমানের হাতে তুলে দেয়া হয়।

Post a Comment

Previous Post Next Post