কুলাউড়ায় সিনিয়র শিক্ষক অশোক কুমার জটিল রোগে আক্রান্ত-সাহায্যের আবেদন

কুলাউড়ায় সিনিয়র শিক্ষক অশোক কুমার জটিল রোগে আক্রান্ত-সাহায্যের আবেদন
স্টাফ রিপোর্টার: কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নে অবস্থিত মহতোছিন আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক বাবু শ্রী অশোক কুমার দে লাঞ্চে টিউমার সহ কয়েকটি জটিল রোগে আক্রান্ত হয়ে মূমূর্ষূ অবস্থায় ঢাকার গ্রীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অবস্থার কিছু উন্নতি হলে ৯ এপ্রিল শনিবার উনার লাঞ্চের টিউমার অপারেশন করা হয়। সিনিয়র এই শিক্ষকের চিকিৎসায় পাঁচ লক্ষ টাকার প্রয়োজন। কিন্তু এই ব্যয়বহুল চিকিৎসার ব্যয়ভার তাঁর পরিবারের পক্ষে সম্ভব নয় বিধায় তাঁর চিকিৎসার জন্য দেশ এবং দেশের বাইরে অবস্থানরত দানশীল ব্যাক্তিদের সাহায্যের প্রয়োজন।

মানুষ গড়ার কারিগর শিক্ষাগুরু এই মহান মানুষটিকে বাঁচানোর জন্য সাহায্যের হাত বাড়াতে সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়েছে।

যোগাযোগঃ-

banglanewsnetwork.com-008801715-045664

Farhan Bhasani 008801732-451400

Shahaduzzaman Reyal 008801711-955922

Syed Sadi 008801712-329207

Post a Comment

Previous Post Next Post